সোমবার, ২৩ ডিসেম্বর ২০২৪

খুলনায় রিয়াদুল জান্নাহ হিফয্ মাদরাসার হাফেজ ছাএদের পাগড়ি প্রদান অনুষ্ঠান উপলক্ষে অভিভাবক সমাবেশ

প্রকাশিত: বুধবার, অক্টোবর ১৮, ২০২৩

স্টাফ রিপোর্টারঃ আগামী ২৭ সে অক্টোবর শুক্রবার সোনাডাঙ্গাস্ত আন্তর্জাতিক মানের ক্যাডেট সিস্টেমে পরিচালিত আরবি ও জেনারেল শিক্ষার সমন্বয়ে রিয়াদুল জান্নাহ হিফয্ মাদরাসার হাফেজ ছাএদের পাগড়ি প্রদান অনুষ্ঠান উপলক্ষে বুধবার সন্ধ্যায় মাদরাসার অডিটোরিয়ামে এক অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে মাদরাসার প্রতিষ্ঠাতা ও তত্ত্বাবধায়ক বিশিষ্ট আলেমেদ্বীন মুফাসসিরে কুরআন মুহাদ্দিস আলহাজ্ব মাওলানা মুফতি মুহাম্মদ আনোয়ার হোসাইনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাদরাসার উপদেষ্টা ও মানবাধিকার সংগঠক নাগরিক নেতা এস এম দেলোয়ার হোসেন।

এছাড়াও অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন ও বক্তব্য রাখেন অভিভাবক আলহাজ্ব মোঃ বাবুল হোসেন, মোঃ আব্দুর রহমান, মোঃ নূর নবী, মোঃ আবুল হোসেন হাওলাদার, মোঃ ইয়াছিন খান সুমন, মোঃ আব্দুস সামাদ, মোঃ আবু সাঈদ এবং শিক্ষক হাফেজ মাওলানা মোঃ রেজাউল ইসলাম সহ অভিভাবক ও অভিভাবিকা বৃন্দ উপস্থিত ছিলেন।

সভায় আগামী ২৭ সে অক্টোবর শুক্রবার সকল সম্মানিত অভিভাবক ও অভিভাবিকাদের উপস্থিত থাকার জন্য বিশেষ ভাবে অনুরোধ করা হয়েছে। এবার ৯ জন ছাত্র কে পাগড়ি দেওয়া হবে, স্বল্প সময়ের মধ্যেই ১৫ জন ছাত্র ও ১ জন ছাত্রী সহ মোট ১৬ জন হিফয্ সম্পূর্ণ করে হাফেজ হয়েছে।

অন্যদের সাথে শেয়ার করুন

আরো পড়ুন