সোমবার, ২৩ ডিসেম্বর ২০২৪
প্রকাশিত: সোমবার, আগস্ট ২১, ২০২৩
নাগরিক সংবাদ ডেস্কঃ ডিজিটাল ব্যাংকের লাইসেন্সের জন্য আবেদন করেছে দেশি-বিদেশি ৫২টি প্রতিষ্ঠান। আবেদনকারীদের মধ্যে রয়েছে বাণিজ্যিক ব্যাংক, এমএফএস, রাইড শেয়ারিং, ফুড ডেলিভারি, তথ্য প্রযুক্তি সেবাদানকারী, ওষুধ কোম্পানির মতো দেশি ও বহুজাতিক প্রতিষ্ঠান। এদের মধ্যে কেউ এককভাবে, আবার অনেকেই করেছে যৌথ আবেদন। এ বিষয়ে জানতে চাইলে বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক ও মুখপাত্র মো. মেজবাউল হক বলেন, নির্ধারিত সময়ে ৫২টি প্রতিষ্ঠান আবেদন করেছে।
নীতিমালার শর্ত মেনে যারা আবেদন করেছেন এবং যেগুলো যোগ্য হবে তাদের লাইসেন্সের জন্য এলওআই (লেটার অব ইন্টেন্ট) দেবে কেন্দ্রীয় ব্যাংকের পর্ষদ। অফেরতযোগ্য ৫ লাখ টাকা ফি দিয়ে ডিজিটাল পদ্ধতিতেই ডিজিটাল ব্যাংকের জন্য আবেদন করতে হয়েছে। এই ব্যাংকের লাইসেন্সের জন্য লাগবে ১২৫ কোটি টাকা, পরিচালক হতে লাগবে কমপক্ষে ৫০ লাখ টাকা। এর আগে গত ১৪ জুন বাংলাদেশ ব্যাংকের পরিচালনা পর্ষদ ডিজিটাল ব্যাংক চালুর অনুমোদন দেয়।
১৫ জুন নীতিমালা জারি করে। ডিজিটাল ব্যাংকের জন্য অনলাইনে আবেদন জমা দিতে গত ২১ জুন একটি ওয়েব পোর্টাল চালু করে কেন্দ্রীয় ব্যাংক। ১ আগস্টের মধ্যে আবেদন করতে বলা হলেও নির্ধারিত সময়ে কেউ আবেদন করেনি। পরবর্তীতে ১৭ আগস্ট পর্যন্ত আবেদনের সময় বাড়ানো হয়।