সোমবার, ২৩ ডিসেম্বর ২০২৪

এশিয়ান গেমসের জন্য বাংলাদেশ দল ঘোষণা

প্রকাশিত: বুধবার, আগস্ট ১৬, ২০২৩

নাগরিক সংবাদ ডেস্কঃ এশিয়া কাপের পর এশিয়ান গেমসের জন্য বাংলাদেশ দল ঘোষণা করা হয়েছে। ডোপ টেস্ট পরীক্ষায় পাস করা ২৮ ক্রিকেটার থেকে ১৫ জনের চূড়ান্ত দল নির্বাচন করা হয়েছে। জাতীয় দলের বড় কোনো তারকা ঘোষিত দলে সুযোগ না পেলেও জাতীয় দলের জার্সিতে খেলার অভিজ্ঞতা রয়েছে অনেক ক্রিকেটারেরই।

বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশন সূত্রে জানা যায়, জাতীয় দলের পুলে থাকা একাধিক ক্রিকেটারকে চূড়ান্ত দলে সুযোগ দিয়েছে মিনহাজুল আবেদীন নান্নুর নির্বাচক প্যানেল। ইয়াসির আলী রাব্বি, মোসাদ্দেক হোসেন সৈকত, সাইফ হাসানরা আছেন তালিকায়।

বাংলাদেশের চূড়ান্ত ১৫ জনের দলের ১০ জনের আন্তর্জাতিক ক্রিকেট খেলার অভিজ্ঞতা রয়েছে। চীনের হ্যাংঝুতে এশিয়ান গেমসের খেলা চলবে ২৩ সেপ্টেম্বর থেকে ৮ অক্টোবর পর্যন্ত।

এশিয়ান গেমসের দল: সাইফ হাসান, তানজিম হাসান সাকিব, ইয়াসির আলী রাব্বি, জাকির আলী অনিক, জাকির হাসান, মোসাদ্দেক হোসেন সৈকত, পারভেজ হোসেন ইমন, রাকিবুল হাসান, তানভির ইসলাম, রিপন মণ্ডল, সাহাদাত হোসেন দিপু, মাহমুদুল হাসান জয়, মৃত্যুঞ্জয় চৌধুরী, সুমন খান ও রিশাদ হোসেন।

অন্যদের সাথে শেয়ার করুন

আরো পড়ুন