বৃহস্পতিবার, ২৬ ডিসেম্বর ২০২৪

বিএনপির নতুন কর্মসূচি ঘোষণা

প্রকাশিত: মঙ্গলবার, আগস্ট ১৫, ২০২৩

নাগরিক সংবাদ ডেস্কঃ বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার মুক্তি ও সরকারের পদত্যাগের এক দফা দাবিতে চার দিনের নতুন কর্মসূচি ঘোষণা করেছে দলটি। মঙ্গলবার ( ১৫ আগস্ট ) বিকেলে রাজধানীর নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এই কর্মসূচির ঘোষণা দেন দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী ।

রুহুল কবির রিজভী জানান, ১৬ আগষ্ট বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় সারাদেশে মহানগর, জেলা ও উপজেলায় দোয়া মাহফিল। ১৭ আগষ্ট বেগম জিয়ার উন্নত চিকিৎসার দাবিতে সারাদেশে জেলা ও মহানগরে লিফলেট বিতরণ। একদফা দাবি আদায়ে যুগপৎ ধারায়  ১৮ আগষ্ট ঢাকা মহানগরসহ সকল মহানগরে গণমিছিল কর্মসূচি পালন করা হবে।

১৯ আগষ্ট জেলা ও মহানগরে পদযাত্রা কর্মসূচি পালন করা হবে বলেও জানান বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব।
অন্যদের সাথে শেয়ার করুন

আরো পড়ুন