বৃহস্পতিবার, ২৬ ডিসেম্বর ২০২৪
প্রকাশিত: সোমবার, মার্চ ২৭, ২০২৩
নাগরিক সংবাদ ডেস্কঃ হজযাত্রীদের নিবন্ধনের সময় ৩০ মার্চ পর্যন্ত বাড়ানো হয়েছে। আগের নির্ধারিত সময় অনুযায়ী, হজযাত্রী নিবন্ধনের সময় ২৭ মার্চ শেষ হওয়ার কথা ছিল।
সোমবার (২৭ মার্চ) নিবন্ধনের সময় বাড়িয়ে বিজ্ঞপ্তি জারি করেছে ধর্ম বিষয়ক মন্ত্রণালয়। কোটা পূরণ না হওয়ায় ধর্ম মন্ত্রণালয় এমন সিদ্ধান্ত নিয়েছে।
বিজ্ঞপ্তিতে জানানো হয়, সরকারি ব্যবস্থাপনা এবং বেসরকারি ব্যবস্থাপনার হজযাত্রী নিবন্ধনের সময়সীমা ৩০ মার্চ পর্যন্ত বাড়ানো হলো।
এতে আরও বলা হয়, নিবন্ধনের জন্য সরকারি ও বেসরকারি উভয় ব্যবস্থাপনায় প্রাক-নিবন্ধনের ক্রমিক উন্মুক্ত রয়েছে। এছাড়া যারা এখনও পাসপোর্ট পাননি তাদের জন্য এটি একটি অনন্য সুযোগ। কোটা পূর্ণ হওয়ার সঙ্গে সঙ্গে নিবন্ধন সার্ভার স্বয়ংক্রিয়ভাবে বন্ধ হয়ে যাবে।
হজ পোর্টালের তথ্যানুযায়ী, সোমবার সন্ধ্যা সাড়ে ৬টা পর্যন্ত মোট এক লাখ ১৭ হাজার ৩৪৭ জন হজযাত্রী নিবন্ধিত হয়েছেন। এরমধ্যে সরকারিভাবে ৯ হাজার ৮৯২ জন এবং বেসরকারিভাবে এক লাখ ৭ হাজার ৪৫৫ জন নিবন্ধিত হয়েছেন।