সোমবার, ২৩ ডিসেম্বর ২০২৪
প্রকাশিত: সোমবার, মার্চ ২৭, ২০২৩
নাগরিক সংবাদ ডেস্কঃ রমজানে অসাধু ব্যবসায়ীদের দৌরাত্ম্যের মধ্যেও অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছেন ঝালকাঠির চাল ব্যবসায়ী মো. শাহাদাত হোসেন ফকির। পবিত্র রমজান মাসে সাধারণ ক্রেতাদের কাছে কোনো মুনাফা ছাড়াই চাল বিক্রি করেন তিনি। তবে তাঁর কাছ থেকে অন্য ব্যবসায়ীদের পাইকারি দরে চাল কিনতে হয়। শাহাদাত নলছিটি উপজেলার মেসার্স মুনত্বাকিম ট্রেডার্সের মালিক।
চার বছর ধরে রমজান মাসে মুনাফা ছাড়া কেনা দামে চাল বিক্রি করে আসছেন শাহাদাত। এ বছরও প্রথম রোজা থেকে একই ঘোষণা দিয়ে চাল বিক্রি শুরু করেছেন। এমন ব্যতিক্রমী উদ্যোগ নিয়ে রীতিমতো নজির স্থাপন করেছেন নলছিটির এই তরুণ ব্যবসায়ী।
ফেরিঘাট এলাকার বাসিন্দা জামাল হোসেন বলেন, বাজারে সবকিছুর দাম অনেক বেশি থাকায় হিমশিম খেতে হচ্ছে। রমজান মাসে শাহাদাতের দোকান থেকে কমদামে চাল কিনতে পেরে কিছুটা স্বস্তি পাচ্ছেন। এভাবে অন্য ব্যবসায়ীরা এগিয়ে এলে সবার সুবিধা হতো।
ক্রেতা রাকিব হোসেন বলেন, প্রতি রমজানে শাহাদাতের অর্ধ লক্ষাধিক টাকার চাল কমদামে কিনতে পারেন ক্রেতারা। তাঁর এই উদ্যোগ সাধারণ মানুষকে স্বস্তি দিচ্ছে।
এ বিষয়ে শাহাদাত ফকির জানান, পবিত্র রমজান উপলক্ষে চাল যে দামে কেনা, সে দামেই বিক্রি করছেন। এক পয়সাও লাভ করছেন না। পুরো রমজানজুড়ে এটি অব্যাহত থাকবে। তবে যাঁরা ব্যবসার জন্য চাল কেনেন, তাঁদের পাইকারি দরে কিনতে হবে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জান্নাত আরা নাহিদ বলেন, এটি নিঃসন্দেহে ভালো উদ্যোগ। এমন কাজকে সবসময় স্বাগত জানান তিনি। তাঁর মতে, এ ধরনের ভালো কাজ সবারই করা উচিত।