মঙ্গলবার, ২৪ ডিসেম্বর ২০২৪

মর্ণিং বেল ইন্টারন্যাশনাল স্কুলে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপন

প্রকাশিত: রবিবার, মার্চ ২৬, ২০২৩

স্টাফ রিপোর্টারঃ ২৬ শে মার্চ মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপন উপলক্ষ্যে খুলনাস্থ মর্ণিং বেল ইন্টারন্যাশনাল স্কুলে নানা কর্মসূচি পালন করা হয়।

মর্ণিং বেল ইন্টারন্যাশনাল স্কুলের আয়োজনে শিক্ষার্থীদের চিত্রাঙ্কন প্রতিযোগিতা ও সকলের জন্য স্বান্তনা পুরষ্কার প্রদান অনুষ্ঠানে প্রতিষ্ঠানের অধ্যক্ষ মুহাম্মদ আহসান উল্লাহের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন গ্লোবাল খুলনার প্রেসিডেন্ট শাহ মামুনুর রহমান তুহিন, বিশেষ অতিথি ছিলেন প্রতিষ্ঠানের সভাপতি মাওলানা আনিসুজ্জামান এবং অভিভাবক সদস্য এস এম তৌহিদ। অনুষ্ঠান পরিচালনায় করেন স্কুল কো অর্ডিনেটর রাজিয়া সুলতানা। এ সময় উপস্থিত ছিলেন শিক্ষক ও শিক্ষিকাবৃন্দ, অভিভাবকবৃন্দ এবং স্কুলের প্রাণ শিক্ষার্থীরা।

অন্যদের সাথে শেয়ার করুন

আরো পড়ুন