বুধবার, ২৫ ডিসেম্বর ২০২৪

খেটে খাওয়া মানুষের পাশে দাঁড়াতে বিত্তবানদের প্রতি আহবান: সালাম মূশের্দী এমপি

প্রকাশিত: রবিবার, জানুয়ারী ১৫, ২০২৩

খবর বিজ্ঞপ্তিঃ খুলনা-৪ আসনের সংসদ সদস্য আব্দুস সালাম মূশের্দী বলেছেন, আগামী নির্বাচনে জয়লাভের জন্য বর্তমান সরকারের উন্নয়ন গুলো সাধারণ মানুষের কাছে তুলে ধরতে হবে। সকল ভেদাভেদ ভুলে দলকে সুসংগঠিত করতে হবে। আওয়ামী লীগ সরকার রাষ্ট্র ক্ষমতায় থাকায় দেশের যে পরিমান উন্নয়ন হয়েছে তা বিগত সময়ে হয়নি। শীতে অসহায় ও খেটে খাওয়া মানুষে কষ্টের সময় সমাজের বিত্তবানদের এগিয়ে আসতে হবে।
তিনি আরো বলেন, শীতের তীব্রতার কারণে জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে। এলাকার নিম্নবিত্তরা অনেক কষ্টের মধ্যে শীত নিবারণ করছে। তাই আমাদের সবার উচিত এই দু:সময়ে তাদের পাশে দাড়ানো।

মাদক, সন্ত্রাস, জঙ্গিবাদের বিরুদ্ধে ঐক্যবদ্ধ হয়ে রুখে দাঁড়াতে সবাইকে আহ্বান জানান। যে কোনো অপরাধমূলক কর্মকাণ্ড কারও চোখে পড়লে দলীয় নেতাকর্মীরা তাদের প্রতিহত করবে।

রবিবার (১৫ জানুয়ারি) সকাল ১১টায় রবীন্দ্র স্মৃতি সংগ্রহশালায় রূপসার ঘাটভোগ ইউনিয়নের ৯টি ওয়ার্ডের নেতাকর্মী ও বাসিন্দাদের মাঝে এমপির নিজস্ব অর্থায়নে কম্বল বিতরণ অনুষ্ঠানে ভিডিও কনফারেন্স এর মাধ্যমে প্রধান অতিথির বক্তৃতায় তিনি একথা বলেন।

এ সময় উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান কামাল উদ্দিন বাদশা,জেলা আওয়ামী লীগের সদস্য অধ্যক্ষ ফ ম সালাম, সাবেক অধ্যক্ষ সরদার ফেরদৌস আহমেদ, জেলা স্বেচ্ছাসেবক লীগের সাবেক যুগ্ম আহবায়ক মো: মোতালেব হোসেন, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি সৈয়দ মোরশেদুল আলম বাবু, সাংগঠনিক সম্পাদক এস এম হাবিব, দপ্তর সম্পাদক আকতার ফারুক, আল মামুন সরকার, রবিউল ইসলাম,গোপাল মন্ডল,মনির হোসেন, এমপির প্রধান সমন্বয়কারী যুবলীগ নেতা নোমান ওসমান রিচি, সালাম মূশের্দী সেবা সংঘের টিম লিডার যুবলীগ নেতা শামসুল আলম বাবু,জেলা স্বেচ্ছাসেবক লীগের সদস্য শেখ মঈন উদ্দিন, ইউনিয়ন যুবলীগের সভাপতি আবুল কালাম আজাদ, তাহিদ মোল্লা, যুবলীগ নেতা শফিকুর রহমান ইমন,মুছা লস্কর, ইউপি সদস্য আবু সালেহ, স্বপ্ন রানী পাল,বিনোদিনী পাল, আইরিন বেগম, মাধুরী সরকার, জেসমিন আকতার, ছাত্রলীগের শাফিরুল ইসলাম হিমেল প্রমূখ।

অন্যদের সাথে শেয়ার করুন

আরো পড়ুন