বুধবার, ২৫ ডিসেম্বর ২০২৪

খুলনায় সুধীজনের ভালোবাসা ও শুভেচ্ছায় সিক্ত কালের কণ্ঠ

প্রকাশিত: বুধবার, জানুয়ারী ১১, ২০২৩

স্টাফ রিপোর্টারঃ খুলনায় সুধীজনের ভালোবাসা ও শুভেচ্ছায় সিক্ত কালের কণ্ঠ। দিনব্যাপী নানা অনুষ্ঠানের মধ্য দিয়ে দেশের অন্যতম জনপ্রিয় ও শীর্ষ দৈনিক কালের কণ্ঠ’র প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত হয়েছে। এ উপলক্ষে রাজনীতিক, চিকিৎসক, কবি, সাংবাদিক, সাংস্কৃতিক ব্যক্তিত্ব, শিক্ষার্থীসহ নানা পেশার মানুষের ভালোবাসা ও শুভেচ্ছায় সিক্ত হয় কালের কণ্ঠ পরিবার। মঙ্গলবার (১০ জানুয়ারি) কালের কণ্ঠ শুভসংঘ খুলনা জেলা কমিটি এ কর্মসূচির আয়োজন করে।
বেলা ১২টায় নগরীর বকশীপাড়া লেনের কালের কণ্ঠ’র কার্যালয়ে কেক কাটা ও মিষ্টিমুখের আয়োজন করা হয়।
এতে উপস্থিত ছিলেন খুলনা-৬ আসনের সংসদ সদস্য মো. আখতারুজ্জামান বাবু, খুলনা বিএমএর সভাপতি ডা. শেখ বাহারুল আলম, কবি দুখু বাঙাল, যুবলীগ নেতা হারুনুর রশিদ, সাবেক ছাত্রনেতা তসলিম হুসাইন তাজ, সাংবাদিক আবু তৈয়ব, দৈনিক খুলনাঞ্চল সম্পাদক মিজানুর রহমান মিলটন, আবু হেনা মোস্তফা জামাল পপলু, মহেন্দ্র নাথ সেন, শেখ হেদায়তুল্লাহ, সম্মিলিত সাংস্কৃতিক জোটের শরিফুল ইসলাম সেলিম, নাগরিক সংগঠক এস এম সোহরাব হোসেন, স্বেচ্ছাসেবক দলের ভারপ্রাপ্ত সভাপতি শফিকুল ইসলাম শাহীন, যুব সংগঠক কাজী মাহবুব, হাসিবুর রহমান আসিফ, কার্তিক রুদ্র দাস, রাজিব সরকার, মোহাইনিুল ইসলাম মাহিন, অমৃত মন্ডল, শুভদীপ্ত মন্ডল, সাইফুল রহমান প্রমুখ।
এর আগে সকাল ৭টায় নগরীর বাংলাদেশ মোড়ে সংবাদপত্রসেবীদের সঙ্গে কেক কাটা হয়।
এ সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন খুলনা হকার্স ইউনিয়নের সভাপতি সরদার আনোয়ার হোসেন, সাধারণ সম্পাদক শহীদুল ইসলাম তালুকদার, প্রবীণ সংবাদপত্রসেবী ইমাম হোসেন, ইউনিয়ন নেতা জাহাঙ্গীর কাজী, মো. শাহীন, মিন্টু গাজী প্রমুখ।
দিনব্যাপী অনুষ্ঠানমালার সমন্বয় করেন কালের কণ্ঠ’র খুলনা ব্যুরো প্রধান ও সিনিয়র রিপোর্টার গৌরাঙ্গ নন্দী।
অতিথিদের শুভেচ্ছা জানান কালের কণ্ঠ’র নিজস্ব প্রতিবেদক কৌশিক দে, শুভসংঘের সভাপতি বিপুল রায় চৌধুরী, সাধারণ সম্পাদক আবু সাঈদ খান।

অন্যদের সাথে শেয়ার করুন

আরো পড়ুন