মঙ্গলবার, ২৪ ডিসেম্বর ২০২৪
প্রকাশিত: রবিবার, জানুয়ারী ৮, ২০২৩
খবর বিজ্ঞপ্তিঃ আগামীকাল ০৯ জানুয়ারি ২০২৩ খ্রি. তারিখ সকাল ৯ টায় খুলনা বিশ্ববিদ্যালয়ের আচার্য জগদীশ চন্দ্র বসু একাডেমিক ভবনের সাংবাদিক লিয়াকত আলী মিলনায়তনে ইনস্টিটিউশনাল কোয়ালিটি অ্যাসুরেন্স সেল (আইকিউএসি) এর উদ্যোগে ন্যাশনাল ইন্টিগ্রিটি স্ট্রাটেজি শীর্ষক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হবে। প্রশিক্ষণের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনের সদস্য প্রফেসর ড. মুহাম্মদ আলমগীর। খুলনা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মাহমুদ হোসেন এর সভাপতিত্বে উক্ত অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন উপ-উপাচার্য প্রফেসর ড. মোসাম্মৎ হোসনে আরা। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখবেন আইকিউএসির পরিচালক প্রফেসর ড. মোহাম্মদ জিয়াউল হায়দার। উদ্বোধনী অনুষ্ঠানের পর বেলা ৯.৩০ থেকে বিকেল ৪ টা পর্যন্ত ৫টি সেশনে রিসোর্স পারসন হিসেবে বিষয়ভিত্তিক উপস্থাপনা করবেন ইউজিসি সদস্য প্রফেসর ড. মুহাম্মদ আলমগীর, বিপিএটিসির পরিচালক মোহাম্মদ রাজিবুল ইসলাম এবং ফিডব্যাক গ্রহণ করবেন আইকিউএসির অতিরিক্ত পরিচালক প্রফেসর ড. জগদীশ চন্দ্র জোয়ারদার।