সোমবার, ২৩ ডিসেম্বর ২০২৪

সেপ্টেম্বর মাসে খুলনাসহ ২৩টি কর অঞ্চল লক্ষ্যমাত্রা অর্জন করতে পারেনি

প্রকাশিত: শনিবার, অক্টোবর ২১, ২০২৩

নাগরিক সংবাদ ডেস্কঃ অর্থনৈতিক মন্দা ও ডলার সংকট চলছে, যার প্রভাব পড়ছে রাজস্ব আদায়ে। সেপ্টেম্বর মাসে আয়কর আদায়ে কেবল আটটি কর অঞ্চল লক্ষ্যমাত্রা অর্জন করতে পেরেছে। আবার এই আটটি কর অঞ্চলই সেপ্টেম্বর পর্যন্ত (জুলাই-সেপ্টেম্বর) তিন মাসে লক্ষ্যমাত্রা অর্জন করার পাশাপাশি অতিরিক্ত কর আদায় করতে পেয়েছে। আটটি কর অঞ্চলের মধ্যে চারটি ঢাকার এবং চারটি ঢাকার বাইরের কর অঞ্চল রয়েছে। বাকি ২৩টি কর অঞ্চল সেপ্টেম্বর ও গত তিন মাসে লক্ষ্যমাত্রা অর্জন করতে পারেনি। বৃহৎ করদাতা ইউনিট (এলটিইউ) সেপ্টেম্বর মাসে লক্ষ্যমাত্রার অতিরিক্ত কর আদায় করেছে। কিন্তু গত তিন মাসে লক্ষ্যমাত্রার চেয়ে এলটিইউ পিছিয়ে রয়েছে। সেপ্টেম্বর মাসে মোট আয়কর আদায় হয়েছে প্রায় ১১ হাজার ১৮৮ কোটি টাকা, যা লক্ষ্যমাত্রার চেয়ে ৮৫৬ কোটি টাকা কম। আর সেপ্টেম্বর পর্যন্ত তিন মাসে আয়কর আদায় হয়েছে প্রায় ২৩ হাজার ২৪ কোটি টাকা, যা লক্ষ্যমাত্রার তুলনায় তিন হাজার ৯০০ কোটি টাকা কম। তবে গত অর্থবছরের একই সময়ের তুলনায় প্রায় তিন হাজার ২০১ কোটি টাকা বেশি কর আদায় হয়েছে। সেপ্টেম্বর মাসে আয়কর খাতে প্রবৃদ্ধি হয়েছে ১৭ দশমিক ৫০ শতাংশ।

এনবিআরের গবেষণা ও পরিসংখ্যান অনুবিভাগের হিসাব অনুযায়ী, সেপ্টেম্বর মাসে এলটিইউ লক্ষ্যমাত্রা তিন হাজার ২২২ কোটি টাকার বিপরীতে তিন হাজার ৬৯৫ কোটি টাকার কর আদায় করেছে, যা লক্ষ্যমাত্রার তুলনায় ৪৭৩ কোটি টাকা বেশি। তবে সেপ্টেম্বর পর্যন্ত তিন মাসে লক্ষ্যমাত্রা ছয় হাজার ২২৯ টাকা কোটি টাকার বিপরীতে আদায় করেছে পাঁচ হাজার ৪০৫ কোটি টাকা। অর্থাৎ লক্ষ্যমাত্রার তুলনায় ৮২০ কোটি টাকা কম আদায় হয়েছে। গত অর্থবছর একই সময়ে কর আদায় হয়েছিল চার হাজার ৯৯০ কোটি টাকা।

পরিসংখ্যানে দেখা গেছে, সেপ্টেম্বর মাস পর্যন্ত তিন মাসে আটটি কর অঞ্চল লক্ষ্যমাত্রা অর্জন করতে পারলেও ২৩টি কর অঞ্চল লক্ষ্যমাত্রা অর্জন করতে পারেনি।

এর মধ্যে সাতটি কর অঞ্চল লক্ষ্যমাত্রার অতিরিক্ত এবং একটি কর অঞ্চল লক্ষ্যমাত্রার সমান সমান কর আদায় করেছে। আটটি কর অঞ্চলের মধ্যে চারটি ঢাকা এবং চারটি ঢাকার বাইরের কর অঞ্চল রয়েছে। লক্ষ্যমাত্রা অর্জন করতে পারা কর অঞ্চলগুলো হলো-কর অঞ্চল-৯, কর অঞ্চল-১০, কর অঞ্চল-১২, কর অঞ্চল-১৩, কর অঞ্চল-১ চট্টগ্রাম, কর অঞ্চল সিলেট, কর অঞ্চল নারায়ণগঞ্জ ও কর অঞ্চল ময়মনসিংহ।

এই আটটি কর অঞ্চলের মধ্যে লক্ষ্যমাত্রার চেয়ে সবচেয়ে বেশি আয়কর আদায় করেছে কর অঞ্চল-১০, ঢাকা। এই কর অঞ্চলের সেপ্টেম্বর মাসের ৩৬৮ কোটি লক্ষ্যমাত্রার বিপরীতে আদায় হয়েছে ৫৫০ কোটি টাকা, যা লক্ষ্যমাত্রার চেয়ে ১৮২ কোটি টাকা বেশি। সেপ্টেম্বর পর্যন্ত এই কর অঞ্চলের লক্ষ্যমাত্রা ৭৫৩ কোটি টাকার বিপরীতে আদায় হয়েছে এক হাজার ৮৫ কোটি টাকা, যা লক্ষ্যমাত্রার তুলনায় ৩৩২ কোটি টাকা বেশি।

গত অর্থবছর একই সময়ে আদায় হয়েছিল ৭৬৪ কোটি ৬২ লাখ টাকা। ঢাকার বাইরে কর অঞ্চল-১, চট্টগ্রাম সেপ্টেম্বর পর্যন্ত লক্ষ্যমাত্রার চেয়ে ২৪ কোটি টাকা বেশি আদায় করেছে। এই কর অঞ্চল সেপ্টেম্বর মাসে ৯৩০ কোটি টাকা লক্ষ্যমাত্রার চেয়ে পাঁচ কোটি টাকা বেশি আদায় করেছে। সেপ্টেম্বর পর্যন্ত দুই হাজার ১৫৪ কোটি টাকার বিপরীতে দুই হাজার ১৮০ কোটি ৮০ লাখ টাকা আদায় করেছে। লক্ষ্যমাত্রার চেয়ে ২৬ কোটি টাকা বেশি আদায় করেছে। এই কর অঞ্চল তিন কোটি ২০ লাখ টাকা প্রত্যর্পণ করেছে।

হিসাবে দেখা গেছে, কর অঞ্চল-৯, ঢাকা সেপ্টেম্বর মাসে ১২২ কোটি টাকা লক্ষ্যমাত্রার তুলনায় এক কোটি টাকা বেশি আদায় করেছে। সেপ্টেম্বর পর্যন্ত ২১০ কোটি টাকার বিপরীতে ২২৩ কোটি টাকা আদায় করেছে। লক্ষ্যমাত্রার তুলনায় ১৩ কোটি টাকা বেশি আদায় করেছে। কর অঞ্চল সিলেট সেপ্টেম্বর মাসে লক্ষ্যমাত্রা ৮৫ কোটি টাকার বিপরীতে চার কোটি বেশি আদায় করেছে। সেপ্টেম্বর পর্যন্ত লক্ষ্যমাত্রার ১১৬ কোটি টাকার বিপরীতে ২০৭ কোটি ২০ লাখ টাকা আদায় করেছে। অর্থাৎ লক্ষ্যমাত্রার তুলনায় ১১ কোটি টাকা বেশি আদায় করেছে। কর অঞ্চল-১৩ ও কর অঞ্চল ময়মনসিংহ সেপ্টেম্বর পর‌্যন্ত লক্ষ্যমাত্রার তুলনায় পাঁচ কোটি টাকা করে বেশি আদায় করেছে। কর অঞ্চল-১৩ সেপ্টেম্বর মাসে লক্ষ্যমাত্রা ১৪০ কোটি টাকার বিপরীতে অতিরিক্ত এক কোটি ২৭ লাখ টাকা আদায় করেছে। সেপ্টেম্বর পর্যন্ত এই কর অঞ্চল লক্ষ্যমাত্রা ৩৬৫ কোটি টাকার বিপরীতে অতিরিক্ত পাঁচ কোটি ৮৬ লাখ টাকা আদায় করেছে। কর অঞ্চল ময়মনসিংহ সেপ্টেম্বর মাসে লক্ষ্যমাত্রা ১০১ কোটি টাকার বিপরীতে আদায় হয়েছে ৭৫ কোটি টাকা। তবে সেপ্টেম্বর মাস পর্যন্ত তিন মাসে এই কর অঞ্চল লক্ষ্যমাত্রা ২১১ কোটি টাকার বিপরীতে ২১৬ কোটি টাকা আদায় করেছে। লক্ষ্যমাত্রার তুলনায় পাঁচ কোটি টাকা বেশি আদায় করেছে। কর অঞ্চল-১২ সেপ্টেম্বর মাসে লক্ষ্যমাত্রা ৬৯ কোটি টাকার বিপরীতে অতিরিক্ত ১২ লাখ টাকা আদায় করেছে। সেপ্টেম্বর পর্যন্ত এই কর অঞ্চল লক্ষ্যমাত্রা ১৭০ কোটি টাকার বিপরীতে ১৩ লাখ টাকা অতিরিক্ত আদায় করেছে। একমাত্র কর অঞ্চল নারায়ণগঞ্জ সেপ্টেম্বর পর্যন্ত লক্ষ্যমাত্রা ২১৯ কোটি টাকার বিপরীতে ২১৯ কোটি টাকা আদায় করেছে। সেপ্টেম্বর মাসে এই কর অঞ্চল লক্ষ্যমাত্রা ৭৭ কোটি টাকার বিপরীতে ৭৭ কোটি টাকা আদায় করেছে।

গবেষণা ও পরিসংখ্যান অনুবিভাগের হিসাব অনুযায়ী, সেপ্টেম্বর মাসে ২৩টি কর অঞ্চল লক্ষ্যমাত্রা অর্জন করতে পারেনি। একইভাবে এসব কর অঞ্চল সেপ্টেম্বর পর্যন্ত তিন মাসেও একইভাবে লক্ষ্যমাত্রা অর্জন করতে পারেনি। কর অঞ্চলগুলো হলো-কর অঞ্চল-১ ঢাকা, কর অঞ্চল-২ ঢাকা, কর অঞ্চল-৩ ঢাকা, কর অঞ্চল-৪ ঢাকা, কর অঞ্চল-৫ ঢাকা, কর অঞ্চল-৬, কর অঞ্চল-৭, কর অঞ্চল-৮, কর অঞ্চল-১১, কর অঞ্চল-১৪, কর অঞ্চল-১৫, কেন্দ্রীয় জরীপ অঞ্চল, কর অঞ্চল-২ চট্টগ্রাম, কর অঞ্চল-৩ চট্টগ্রাম, কর অঞ্চল-৪ চট্টগ্রাম, কর অঞ্চল খুলনা, কর অঞ্চল রাজশাহী, কর অঞ্চল রংপুর, কর অঞ্চল বরিশাল, কর অঞ্চল গাজীপুর, কর অঞ্চল কুমিল্লা ও কর অঞ্চল বগুড়া।

গবেষণা ও পরিসংখ্যান অনুবিভাগের হিসাব অনুযায়ী, সেপ্টেম্বর মাসে আয়কর (ভ্রমণ করসহ) অনুবিভাগের লক্ষ্যমাত্রা ১২ হাজার ৪৫ কোটি টাকার বিপরীতে আদায় হয়েছে ১১ হাজার ১৮৮ কোটি ৫৯ টাকা। অর্থাৎ লক্ষ্যমাত্রার চেয়ে ৮৫৬ কোটি ৪১ লাখ টাকা কম আদায় হয়েছে। সেপ্টেম্বর পর্যন্ত তিন মাসে আয়কর লক্ষ্যমাত্রা ছিলো ২৬ হাজার ৯৯৮ কোটি টাকা, যার বিপরীতে আদায় হয়েছে ২৩ হাজার ২৫ কোটি ৫২ লাখ টাকা। অর্থাৎ লক্ষ্যমাত্রার তুলনায় প্রায় তিন হাজার ৯০০ কোটি ২০ লাখ টাকা কম আদায় হয়েছে। যেখানে গত অর্থবছর একই বছর আদায় হয়েছিল ১৯ হাজার ৮১১ কোটি ১১ লাখ টাকা। সেপ্টেম্বর মাসে আদায় প্রবৃদ্ধি প্রায় সাড়ে ১৭ শতাংশ। সেপ্টেম্বর পর্যন্ত লক্ষ্যমাত্রা অর্জিত না হলেও গত অর্থবছরের একই সময়ের তুলনায় ৩২০১.১৯ কোটি টাকা বেশি আদায় হয়েছে। উল্লেখ্য, সেপ্টেম্বর পর্যন্ত ভ্রমণ কর আদায় হয়েছে ১৮০ কোটি ৮৯ লাখ টাকা।

অন্যদের সাথে শেয়ার করুন

আরো পড়ুন