শুক্রবার, ১১ এপ্রিল ২০২৫
প্রকাশিত: শনিবার, ফেব্রুয়ারী ৮, ২০২৫
স্টাফ রিপোর্টারঃ ৭ ফেব্রুয়ারি শুক্রবার সন্ধ্যা ৬ ঘটিকার সময় সি ইউ সি স্কুল ৬১ নার্গিস মেমোরিয়াল হসপিটাল খুলনায় সুবিধাবঞ্চিত শিশুদের নিয়ে সিইউসির পিঠা উৎসব অনুষ্ঠানের আয়োজন করা হয়। সংগঠনের সভাপতি মোঃ শাহীন হোসেন এর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মোহাম্মদ ইমদাদ আলী এবং যুগ্ম সম্পাদক আরিফা ইসলাম খুকুমণির সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয়তাবাদী মহিলা দল খুলনা মহানগরী শাখার সভাপতি ও সান ফ্লাওয়ার নার্সারি স্কুলের অধ্যক্ষ রেহানা ঈছা। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বরিশাল সমিতি খুলনার সাধারণ সম্পাদক রোটারিয়ান ইঞ্জিনিয়ার মোঃ রুহুল আমিন হাওলাদার। এছাড়াও অনুষ্ঠানে অতিথি হিসেবে আরো উপস্থিত ছিলেন ব্লাক ফক্স স্টুডিও এর প্রতিষ্ঠাতা উদাস শরীফ সহ তার সহশিল্পী বৃন্দ। সিইউসি স্কুলের প্রধান শিক্ষক মুজাহিদ হোসেন মিরাজ ও কারীমা আক্তার সহ সকলের উপস্থিতিতে সিইউসি স্কুলের শিক্ষার্থীরা প্রথমে জাতীয় সঙ্গীত গেয়ে অনুষ্ঠানের সূচনা করেন। পর্যায়ক্রমে দলীয় সঙ্গীত, দলীয় নৃত্য করে অনুষ্ঠানকে প্রাণবন্ত করে তোলে। এতে অতিথিরা অত্যন্ত আনন্দিত হয়ে সকল শিশুদের প্রশংসা করে এবং ভবিষ্যতে শিশুদের পাশে থাকার প্রতিশ্রুতি দেন। অতঃপর প্রধান অতিথি এবং বিশেষ অতিথি শিশুদের সম্পর্কে মূল্যবান বক্তব্য রাখেন এবং শিশুদের ভদ্রতা শিষ্টাচার দেখে প্রশংসা করে সিইউসির সভাপতি এবং সকল শিক্ষকদের ধন্যবাদ জানাযন।পিঠা উৎসবে সুবিধাবঞ্চিত শিশু ও অতিথিদের হরেক রকমের পিঠা তৈরি করার জন্য সংগঠনের সভাপতি তাদেরকে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জ্ঞাপন করেন। প্রতিষ্ঠানের সহ-সভাপতি শহিদুল্লাহ শহীদ আজকের অনুষ্ঠান সম্পর্কে বক্তব্য রাখেন। শিশুদের সম্পর্কে সংগঠনের প্রচার সম্পাদক চিত্রশিল্পী মিলন বিশ্বাস শিক্ষামূলক বক্তব্য রাখেন। এসময় আরো উপস্থিত ছিলেন সংগঠনের সদস্য, ও অত্র প্রতিষ্ঠানের শিক্ষকবৃন্দ ও কোমলমতি শিক্ষার্থীরা। আজকে যে সকল অভিভাবক পিঠা তৈরি করে নিয়ে আসেন তাদের পিঠা অতিথিরা খেয়ে তাদের মধ্য থেকে তিনজনকে পুরস্কৃত করেন। ১ম স্থান অধিকার করেন ঝর্না আক্তার, ২য় স্থান অধিকার করেন ফরিদা বেগম। ৩য় স্থান অধিকার করেন লাবনী। সবাই সিইউসি স্কুলের শিক্ষার্থীদের অভিভাবক। প্রধান অতিথির বক্তব্য শেষে সুবিধাবঞ্চিত শিশুদের হাতে অতিথিবৃন্দ পিঠা তুলে দেন । সুবিধাবঞ্চিত শিশুদের অংশগ্রহণ একটি অসাধারণ আনন্দঘন মুহূর্ত উপভোগ করে আজকের উপস্থিত সকলে। সর্বশেষে সি ইউ সি সংগঠনের সভাপতি অতিথি এবং অংশগ্রহণকারী সকলকে ধন্যবাদ জানিয়ে অনুষ্ঠানে সমাপ্তি ঘোষণা করেন।