মঙ্গলবার, ২৪ ডিসেম্বর ২০২৪
প্রকাশিত: মঙ্গলবার, অক্টোবর ৩, ২০২৩
স্টাফ রিপোর্টারঃ ২ অক্টোবর বিশ্ব পথ শিশু, সুবিধা বঞ্চিত শিশু দিবস ও বিশ্ব শিশু অধিকার সপ্তাহ ২০২৩ উপলক্ষে সুবিধাবঞ্চিত শিশুদের নিয়ে কাজ করা সামাজিক সংগঠন কাম ফর আনপ্রিভিলিজড চাইল্ড সিইউসি খুলনা কর্তৃক সুবিধাবঞ্চিত শিশুদের নিয়ে উদযাপন করা হয়।
উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসন খুলনার অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট (এডিএম) মীর আলিফ রেজা, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শিশু হসপিটাল খুলনার অ্যাডমিনিস্ট্রেটিভ অফিসার মোহাম্মদ আল-আমিন হোসেন রাকিব, সোনাডাঙ্গা মডেল থানার এস আই সুকান্ত দাস, এস আই মামুনুর রহমান, খুলনা আদ দীন মেডিকেল কলেজ হসপিটাল এর মেডিসিন বিভাগের ডাক্তার পিয়াস কুমার সাহা এমবিবিএস, অ্যাডভোকেট শেখ মনির উদ্দিন প্রমুখ। উক্ত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মোহাম্মদ শাহিন হোসেন, সভাপতি, সিইউসি। অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন মোহাম্মদ ইমদাদ আলী, সাধারণ সম্পাদক সিইউসি। অনুষ্ঠানের সার্বিক ব্যবস্থাপনায় ছিলেন মোহাম্মদ আল আমিন হোসেন সাদ্দাম যুগ্ন সম্পাদক সিইউসি সহ সংগঠনের সহকর্মীবৃন্দ। অনুষ্ঠানে সুবিধাবঞ্চিত শিশুদের সাথে অতিথিবৃন্দ কেক কাটেন এবং ছাত্র-ছাত্রীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ করেন।