বৃহস্পতিবার, ১৫ জানুয়ারী ২০২৬
প্রকাশিত: বৃহস্পতিবার, জানুয়ারী ৮, ২০২৬
স্টাফ রিপোর্টারঃ একটি অ-রাজনৈতিক ও সামাজিক সংগঠন নিরাপদ খুলনা চাই এর একটি আড়ম্বরপূর্ণ আত্মপ্রকাশ অনুষ্ঠান মঙ্গলবার সন্ধ্য ৬.০০ টায় খুলনা বিশ্ববিদ্যালয়ের সামনে সংগঠন কার্যালয়ে অনুষ্ঠিত হয়। সংগঠনের সভাপতি সরদার বাদশা’র সভাপতিত্বে অনুষ্ঠিত আত্মপ্রকাশ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট নাগরিক নেতা, পরিবেশবিদ, খুলনা নাগরিক সমাজের সদস্য সচিব অ্যাডঃ মোঃ বাবুল হাওলাদার। আত্মপ্রকাশ অনুষ্ঠানে শুভ উদ্বোধন ঘোষণা করেন খুলনা বিশ্ববিদ্যালয়ের অবসরপ্রাপ্ত শিক্ষক, বিশিষ্ট শিক্ষাবিদ প্রফেসর ড. মোঃ আব্দুল মান্নান, প্রধান বক্তা ছিলেন আইন ও অধিকার বাস্তবায়ন ফোরামের খুলনা বিভাগীয় সভাপতি, নাগরিক নেতা এস এম দেলোয়ার হোসেন, সম্মানীত অতিথি নাগকির নেতা, সাংবাদিক, রোটাঃ আলহাজ্ব সরদার আবু তাহের, বিশেষ আলোচক সাংবাদিক মিয়া বদরুল আলম এবং বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খুলনা বিশ্ববিদ্যালয় অফিসার্স কল্যাণ পরিষদের সাধারণ সম্পাদক এস এম মোহাম্মাদ আলী। সংগঠনের সাধারণ সম্পাদক ইয়ারুল ইসলাম সবুজ এবং সিনিয়র সহ-সভাপতি কবি নাজমুল তারেক তুষার এর সঞ্চালনায় অন্যান্যের মধ্যে বক্তৃতা করেন ও উপস্থিত ছিলেন বিশিষ্ট সমাজ সেবক শাহীনুর রহমান, শিরোমনি যুব উন্নয়ন সংস্থার প্রমি আক্তার লিজা, অ্যাডঃ তারেক শাহরিয়ার মেজবাহ, গাজী সালাহ উদ্দিন আনসারী, আব্দুল্লাহ আল মামুন, কিংকর রাহা, মোঃ আব্দুল আলিম, মনিরা মনি, সুমাইয়া আক্তার, সাদিয়া আক্তার প্রমুখ। এসময় প্রধান অতিথি নতুন সংগঠনের নির্বাচিত কমিটি ঘোষণা করেন।