সোমবার, ২৩ ডিসেম্বর ২০২৪
প্রকাশিত: সোমবার, অক্টোবর ২১, ২০২৪
নাগরিক সংবাদ ডেস্কঃ সাতক্ষীরার কালীগঞ্জ উপজেলায় স্কুলছাত্রদের মারধরে একটি বিদ্যালয়ের প্রধান শিক্ষক আহত হয়েছেন। খবর পেয়ে উপজেলা সহকারী কমিশনার অমিত কুমার বিশ্বাস ও সেনাসদস্যদের সহায়তায় তাকে উদ্ধার করা হয়।
রবিবার (২০ অক্টোবর) সকালে উপজেলার রতনপুর ইউনিয়নের সুরত আলি মাধ্যমিক বিদ্যালয়ে এ ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, শিক্ষককে মারধর করতে দেখে স্থানীয়রা উপজেলা নির্বাহী অফিসারকে (ইউএনও) খবর দেন। খবর পেয়ে সেনাসদস্যরা এসে তাকে উদ্ধার করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। কালীগঞ্জ উপজেলা সহকারী কমিশনার অমিত কুমার বিশ্বাস নিজ তদারকিতে তাকে উদ্ধারের পর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেছেন।
কালীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (এসআই) তাপস কুমার ঘোষাল বলেন, “ঘটনাটি জানার সঙ্গে সঙ্গে উপজেলা সহকারী কমিশনার উপস্থিত হয়ে বিশৃঙ্খলা সৃষ্টিকারীদের হাত থেকে প্রধান শিক্ষককে উদ্ধার করে স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেছেন। সেনাসদস্যরা পরিস্থিতি নিয়ন্ত্রণে সর্বাত্মক সহায়তা করেছেন। এ ঘটনায় এখন পর্যন্ত কোনো মামলা হয়নি। তবে প্রধান শিক্ষক অভিযোগ দিলে যথাযথ আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে।”
উপজেলা সহকারী কমিশনার অমিত কুমার বিশ্বাস বলেন, “বর্তমানে ওই এলাকার পরিস্থিতি নিয়ন্ত্রণে আছে। প্রধান শিক্ষককে মারধরের ঘটনায় জড়িতদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে। অভিযুক্তদের ধরতে সেনাবাহিনী ও পুলিশ কাজ করছে। প্রধান শিক্ষকের শারীরিক অবস্থা বর্তমানে ভালো আছে।”