শনিবার, ১১ জানুয়ারী ২০২৫
প্রকাশিত: শুক্রবার, জানুয়ারী ১০, ২০২৫
নাগরিক সংবাদ ডেস্কঃ মোঃ আবু ছায়েদ, ফেসবুকে যিনি Sayeed Bhuiyan নামে সর্বাধিক পরিচিত। তিনি গত ০৬ জানুয়ারি ২০২৫ খ্রীষ্টাব্দে সহযোগী অধ্যাপক (ব্যবস্থাপনা) পদে পদোন্নতি পেয়েছেন । লক্ষীপুর জেলার রামগঞ্জ উপজেলার কাঞ্চনপুর ইউনিয়নের পূর্ববিঘা গ্রামে(বরিয়াইশ গ্রামের হাফেজ সাহেব হুজুরের ছোট ছেলে) এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্ম নেয়া। ব্যবস্থাপনা বিষয়ের এই সহযোগী অধ্যাপক মো: আবু ছায়েদ ২৪তম বিসিএস পরীক্ষায় উত্তীর্ণ হয়ে ২০০৫ সালের জুলাই মাসে বিসিএস (সাধারণ শিক্ষা) ক্যাডারে যোগদান করেন।তিনি ১৯৮৮ সালে লক্ষীপুর জেলার রামগঞ্জ উপজেলার নোয়াগাঁও জে কে উচ্চ বিদ্যালয় থেকে বিজ্ঞান বিভাগ হতে ১ম বিভাগ পেয়ে এসএসসি পাশ করেন।তারপর ঢাকা সিটি কলেজ থেকে বাণিজ্য বিভাগ হতে ১৯৯০ সালে ১ম বিভাগ পেয়ে এইচএসসি পাশ করেন। তারপর ১৯৯০-৯১ শিক্ষা বর্ষে ব্যবস্থাপনা বিভাগ,ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি হয়ে ১৯৯৩ সালে অনার্স এবং ১৯৯৪ সালে মাষ্টার্স শেষে রাষ্ট্রায়াত্ত আনসার ভিডিপি উন্নয়ন ব্যাংকে অফিসার হিসেবে কর্মজীবন শুরু করেন। পরবর্তীতে প্রায় ১ বছর পর রাষ্ট্রায়াত্ত জনতা ব্যাংকে কর্মকর্তা হিসেবে যোগদান করেন। দীর্ঘদিন জনতা ব্যাংকে কর্মরত থাকাকালীন ২০০৫ সালে ২৪তম বিসিএস পরীক্ষায় উত্তীর্ণ হয়ে পর পর ২টি সরকারি ব্যাংকের চাকুরি ছেড়ে বিসিএস (সাধারণ শিক্ষা) ক্যাডারে প্রভাষক পদে তৎকালীন সরকারি জগন্নাথ কলেজে ব্যবস্থাপনা বিভাগে যোগদান করেন। সরকারি জগন্নাথ কলেজ বিশ্ববিদ্যালয়ে রুপান্তরিত হলে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের এক আদেশ বলে প্রেষণে ২০০৫-২০১১ সাল পর্যন্ত জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে ব্যবস্থাপনা বিভাগে অধ্যাপনায় নিয়োজিত ছিলেন।বর্তমানে তিনি বিভাগীয় প্রধান(ব্যবস্থাপনা) , নওয়াব ফয়জুন্নেসা সরকারি কলেজ, লাকসাম, কুমিল্লায় কর্মরত আছেন। তাঁর বাবার নামে প্রতিষ্ঠিত ” Bhuiyan Foundation- ভূঁইয়া ফাউন্ডেশন” এর মাধ্যমে তিনি সমাজের সুবিধা বঞ্চিত মানুষদের জন্য কাজ করে যাচ্ছেন।তাঁর দাতব্য কাজগুলোর মধ্যে রয়েছে অসহায় মানুষদের চোখের সানি অপারেশনে আর্থিক সহায়তা করা, ছোট ছোট থাকার ঘর(বাসস্থান) তৈরি করে দেয়া,গ্রামীণ জনপদের অনুন্নত রাস্তাঘাট মেরামত ও উন্নয়ন, দরিদ্র শিক্ষার্থীদের আর্থিক সহায়তা দান, শীতবস্ত্র বিতরণ এবং বৃক্ষরোপণসহ বিভিন্ন সমাজ উন্নয়নমূলক কাজ। তিনি একজন পজেটিভ মানুষ এবং স্বপ্ন দেখতে ভালোবাসেন।তিনি বিশ্বাস করেন বৈষম্যহীন এবং শোষণমুক্ত সমাজ কায়েমের মাধ্যমে এই দেশ একদিন শান্তির বাংলাদেশ হবে।