সোমবার, ২৩ ডিসেম্বর ২০২৪

সরকারি অর্থে পরিচালিত প্রতিষ্ঠানগুলো তাদের সকল তথ্য জনগণকে দিতে বাধ্য

প্রকাশিত: বুধবার, নভেম্বর ১৩, ২০২৪

স্টাফ রিপোর্টারঃ তথ্য অধিকার আইন বিষয়ে জনসচেতনতা বাড়াতে প্রান্তিক পর্যায়ে মতবিনিময় সভা বুধবার সকালে খুলনা জেলার ডুমুরিয়া উপজেলার ভদ্রদিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে অনুষ্ঠিত হয়। খুলনা আঞ্চলিক তথ্য অফিস এ মতবিনিময় সভার আয়োজন করে।

আঞ্চলিক তথ্য অফিসের উপপ্রধান তথ্য অফিসার ম. জাভেদ ইকবালের সভাপতিত্বে মতবিনিময় সভায় প্রধান অতিথি ছিলেন ডুমুরিয়া উপজেলার সহকারী শিক্ষা অফিসার ফিরোজা সুলতানা।
সভায় অতিথিরা বলেন, সরকারি দপ্তরগুলোয় স্বচ্ছতা আনা ও সুশাসন প্রতিষ্ঠার ক্ষেত্রে তথ্য অধিকার আইনের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। জনগণই হলো দেশের মালিক। সরকারি অর্থে পরিচালিত প্রতিষ্ঠানগুলো তাদের সকল তথ্য জনগণকে দিতে বাধ্য। মানুষ অধিক পরিমাণে তথ্য চাওয়া শুরু করলে দুর্নীতির পথ সংকীর্ণ হবে, সুশাসন প্রতিষ্ঠিত হবে। নিজের অধিকার সম্পর্কে মানুষকে সচেতন হতে হবে। সবাই সচেতন হলে আমরা দুর্নীতিমুক্ত বাংলাদেশ গড়ার পথে অনেকটাই এগিয়ে যাবো।

অনুষ্ঠানে খুলনা আঞ্চলিক তথ্য অফিসের সিনিয়র তথ্য অফিসার মোঃ মেহেদী হাসান, ভদ্রদিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক লীনা জেসমিন ও বিদ্যালয়ের অ্যাডহক কমিটির সদস্য আব্দুস সাত্তার বক্তৃতা করেন। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন খুলনা আঞ্চলিক তথ্য অফিসের সহকারী তথ্য অফিসার মোঃ আতিকুর রহমান মুফতি। এতে ৫০ জন অভিভাবক অংশ নেন।

অন্যদের সাথে শেয়ার করুন

আরো পড়ুন