সোমবার, ২৩ ডিসেম্বর ২০২৪
প্রকাশিত: সোমবার, অক্টোবর ২১, ২০২৪
স্টাফ রিপোর্টারঃ খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (কুয়েট)-এর প্রাক্তন শিক্ষার্থীদের (১৯৮৫-১৯৯৯ ব্যাচ) সংগঠন “সমসাময়িক কুয়েটিয়ান গ্রুপ ” এর স্কলারশিপ প্রোগ্রামের আওতায় দরিদ্র ও মেধাবী শিক্ষার্থীদের শিক্ষাবৃত্তি প্রদান করা হয়েছে।
২১ অক্টোবর সোমবার বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের সভাকক্ষে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে ২০২২-২০২৩ শিক্ষাবর্ষে ২য় বর্ষ ১ম টার্মে অধ্যায়নরত শিক্ষার্থীদের মধ্যে প্রাথমিক পর্যায়ে নির্বাচনী কমিটি কর্তৃক মনোনীত ১০ জন শিক্ষার্থীকে জুন, ২০২৪ হতে নভেম্বর, ২০২৪ পর্যন্ত শিক্ষাবৃত্তি প্রদান করা হয়। উল্লেখ্য, শর্ত সাপেক্ষে এই শিক্ষার্থীদের ডিগ্রী সম্পূর্ণ হওয়া পর্যন্ত আগামী তিন বছর বৃত্তি প্রদান করা হবে এবং এই শিক্ষার্থীরা ভবিষ্যতে সামর্থ্যবান হলে এই রকম কর্মকান্ডে অংশগ্রহণ করবে বলে উৎসাহিত করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে শিক্ষাবৃত্তি প্রদান কার্যক্রমের উদ্বোধন করেন বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. মুহাম্মদ মাছুদ। অন্যান্যদের মধ্যে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন “সমসাময়িক কুয়েটিয়ান গ্রুপ” এর এ্যাডমিন ইঞ্জিনিয়ার মোঃ হারুনুর রশিদ, ইঞ্জিনিয়ার মোঃ মনিরুল করিম (জনি), ইঞ্জিনিয়ার মোঃ মোকছেদুর রহমান, ইঞ্জিনিয়ার শুভ্র দাশ ভৌমিক, পুরকৌশল বিভাগের অধ্যাপক ড. মোঃ আবু জাকির মোর্শেদ ও প্রফেসর ড. মুহাম্মদ শাহজাহান আলী, তওই কৌশল বিভাগের অধ্যাপক ড. মোঃ সালাহ্ উদ্দীন ইউসুফ, ইসিই বিভাগের অধ্যাপক ড. মোঃ ফারুক হোসেন, মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগের অধ্যাপক ড. মোহাম্মদ ইলিয়াস ইনাম, রেজিস্ট্রার ইঞ্জিনিয়ার আনিসুর রহমান ভূঞা। এছাড়া আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগের অধ্যাপক মোঃ গোলাম কাদের।