সোমবার, ২৩ ডিসেম্বর ২০২৪
প্রকাশিত: শনিবার, জুন ৮, ২০২৪
স্টাফ রিপোর্টারঃ খুলনা-৪ আসনের সংসদ সদস্য আব্দুস সালাম মূশের্দী দ্বিতীয় বারের মতো খুলনা কৃষি বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেটের সদস্য হিসেবে মনোনীত হয়েছেন।
গত ৩০ মে ২০২৪ ইং তারিখে উপসচিব মোহাম্মদ মাহবুব জামিল স্বাক্ষরিত এক চিঠিতে জানানো হয় যে, মাননীয় স্পিকার ড. শিরিন শারমিন চৌধুরী সংসদ সদস্য আব্দুস সালাম মূশের্দী কে সিন্ডিকেটের সদস্য হিসাবে মনোনয়ন প্রদান করেছেন। এছাড়া খুলনা-১ আসনের সংসদ সদস্য ননী গোপাল মন্ডলকে প্রথমবারের মতো খুলনা কৃষি বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেটের সদস্য হিসেবে মনোনীত হয়েছেন।