মঙ্গলবার, ২৪ ডিসেম্বর ২০২৪

শ্রম ও কর্মসংস্থান প্রতিমন্ত্রী বেগম মন্নুজান সুফিয়ান খুলনা আসছেন ১০ নভেম্বর

প্রকাশিত: বৃহস্পতিবার, নভেম্বর ৯, ২০২৩

স্টাফ রিপোর্টারঃ শ্রম ও কর্মসংস্থান প্রতিমন্ত্রী বেগম মন্নুজান সুফিয়ান পাঁচ দিনের সফরে আগামীকাল ১০ নভেম্বর খুলনা আসছেন।

সফরসূচি অনুযায়ী প্রতিমন্ত্রী ১০ নভেম্বর বিকেল সাড়ে তিনটায় খালিশপুর প্লাটিনাম জুবিলী জুট মিলস অফিসার্স ক্লাবে খালিশপুর থানা আওয়ামী লীগের বিশেষ বর্ধিত সভায় প্রধান অতিথি হিসেবে যোগদান করবেন।

তিনি ১১ নভেম্বর বিকেল সাড়ে তিনটায় দৌলতপুর এ্যাডামস অডিটোরিয়ামে দৌলতপুর ও খানজাহান আলী থানা আওয়ামী লীগের বিশেষ বর্ধিত সভায় প্রধান অতিথি হিসেবে যোগদান করবেন। প্রতিমন্ত্রী ১২ নভেম্বর নেতাকর্মীদের সাথে মতবিনিময় করবেন।

প্রতিমন্ত্রী ১৩ নভেম্বর বেলা দুইটায় খুলনা সার্কিট হাউজ মাঠে প্রধানমন্ত্রী শেখ হাসিনার জনসভায় যোগদান করবেন। প্রতিমন্ত্রী ১৪ নভেম্বর সকালে ঢাকার উদ্দেশ্যে খুলনা ত্যাগ করবেন।

অন্যদের সাথে শেয়ার করুন

আরো পড়ুন