মঙ্গলবার, ২৪ ডিসেম্বর ২০২৪
প্রকাশিত: সোমবার, ডিসেম্বর ২৬, ২০২২
খবর বিজ্ঞপ্তিঃ শ্রম ও কর্মসংস্থান প্রতিমন্ত্রী বেগম মন্নুজান সুফিয়ান ছয় দিনের সফরে মঙ্গলবার খুলনা আসছেন।
সফরসূচি অনুযায়ী প্রতিমন্ত্রী ২৭ ডিসেম্বর বিকাল চারটায় মানিকতলা শহীদ জিয়া কলেজ চত্বরে ৩২ দলীয় প্রাইজমানি প্রেসিডেন্ট কাপ ফুটবল টুর্নামেন্টের চুড়ান্ত খেলার পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে যোগদান করবেন।
তিনি ২৮ ডিসেম্বর খুলনা মহানগর আওয়ামী লীগের উদ্যোগে শহিদ অধ্যাপক আবু সুফিয়ান (বীর প্রতীক) এর স্মরণে দিনব্যাপী পবিত্র কোরআনখানিতে যোগদান এবং বিকাল চারটায় দেয়ানা উত্তর পাড়া ন্যাশনাল ক্লাব চত্বরে দেয়ানা মাধ্যমিক বিদ্যালয়ের নতুর ভবন উদ্বোধন ও ন্যাশনাল ক্লাবের আয়োজনে ফুটবল প্রতিযোগিতার পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে যোগদান করবেন। প্রতিমন্ত্রী বাদ মাগরিব মহানগর আওয়ামী লীগের কার্যালয়ে শহিদ অধ্যাপক আবু সুফিয়ান স্মরণে দোয়া অনুষ্ঠানে যোগদান করবেন।
প্রতিমন্ত্রী ২৯ ডিসেম্বর রাত ১২-০১টায় মহসিন মোড়স্থ শহিদ অধ্যাপক আবু সুফিয়ান স্মৃতিস্তম্ভে পুষ্পমাল্য অর্পণ করে শ্রদ্ধা নিবেদন করবেন। সকাল ১০টায় তিনি দৌলতপুর বেবী স্ট্যান্ড চত্বর থেকে শোক র্যালি এবং মহসিন মোড়স্থ শহিদ অধ্যাপক আবু সুফিয়ান স্মৃতিস্তম্ভে শ্রদ্ধা, শহিদের কবর জিয়ারত ও আত্মার মাগফিরাত কামনায় দোয়া অনুষ্ঠানে যোগদান করবেন। বাদযোহর রেলিগেটস্থ বায়তুল ইলাহ মসজিদসহ বিভিন্ন মসজিদ এবং ট্রেড ইউনিয়নে শহিদ অধ্যাপক আবু সুফিয়ানের আত্মর মাগফিরাত কামনায় দোয়া ও তবারক বিতরণে যোগদান করবেন।
তিনি ৩০ ডিসেম্বর দুপুর একটায় গিলাতলায় শেখ রাসেল নৌকা বাইচ প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি এবং বিকাল তিনটায় দৌলতপুর বেবী স্ট্যান্ড চত্বরে শহিদ অধ্যাপক আবু সুফিয়ান এর স্মরণ সভায় যোগদান করবেন।
প্রতিমন্ত্রী ৩১ ডিসেম্বর বিকাল সাড়ে তিনটায় নতুন রাস্তার মোড়ে আওয়ামী যুবলীগের আয়োজনে স্মরণ সভা ও দোয়া মাহফিলে যোগদান এবং সন্ধ্যা ছয়টায় মহানগর আওয়ামী লীগের কার্যালয়ে জাতীয় শ্রমিক লীগ মহানগর শাখার আয়োজনে স্মরণ সভা ও দোয়া মাহফিলে যোগদান করবেন।
তিনি ১ জানুয়ারি বিকাল সাড়ে তিনটায় খালিশপুর গোল চত্বরে জাতীয় শ্রমিক লীগ খালিশপুর আঞ্চলিক কমিটি আয়োজিত আলোচনা সভা ও দোয়া মাহফিলে যোগদান করবেন। প্রতিমন্ত্রী রাতে ঢাকার উদ্দেশ্যে খুলনা ত্যাগ করবেন।