রবিবার, ২২ ডিসেম্বর ২০২৪

শেখ হাসিনা এবং জয় এর বিরুদ্ধে তদন্ত শুরু করেছে দুদক

প্রকাশিত: রবিবার, ডিসেম্বর ২২, ২০২৪

নাগরিক সংবাদ ডেস্কঃ সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং তার ছেলে সজীব ওয়াজেদ জয় এর বিরুদ্ধে ৩০০ মিলিয়ন ইউএস ডলার বিদেশে পাচার এর অভিযোগের ব্যাপারে তদন্ত শুরু করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

রোববার (২২ ডিসেম্বর) এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে দুদক।

বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, শেখ হাসিনা ও জয়ের বিরুদ্ধে দাখিলকৃত অভিযোগটি কমিশন থেকে অনুসন্ধানের উদ্দেশ্যে মহাপরিচালক (বিশেষ তদন্ত) বরাবর প্রেরণের জন্য সিদ্ধান্ত নেয়া হয়েছে।

এর আগে মঙ্গলবার ৯ প্রকল্পে ৮০ হাজার কোটি টাকা অনিয়ম–দুর্নীতির অভিযোগে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, তাঁর বোন শেখ রেহানা, ছেলে সজীব আহমেদ ওয়াজেদ ও টিউলিপ সিদ্দিকের বিরুদ্ধে অনুসন্ধানের সিদ্ধান্ত নিয়েছে দুদক।

অন্যদের সাথে শেয়ার করুন

আরো পড়ুন