সোমবার, ২৩ ডিসেম্বর ২০২৪

লেখাপড়ার পাশাপাশি খেলাধুলার পরিবেশ বজায় রাখতে হবে-সালাম মূর্শেদী এমপি

প্রকাশিত: মঙ্গলবার, ফেব্রুয়ারী ১৩, ২০২৪

স্টাফ রিপোর্টারঃ খুলনা-৪ আসনের সংসদ সদস্য আব্দুস সালাম মূর্শেদী বলেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা শিক্ষাখাতকে গুরুত্ব দিয়ে কাজ করে যাচ্ছেন। তাই সকল শিক্ষার্থীদের প্রতি আমার আহ্বান সুশিক্ষায় শিক্ষিত হয়ে আগামীতে দেশের দায়িত্বশীল ভূমিকা পালন করতে এখন থেকেই প্রস্তুত হতে হবে। শেখ হাসিনার হাতকে আরও শক্তিশালী করতে আমাদের সকলের ছেলে-মেয়েদের স্কুলে পাঠাতে হবে। একটি জাতি তখনই বিশ্ব দরবারে মাথা উঁচু করে দাঁড়াবে সক্ষম হয় যখন সেই জাতি সুশিক্ষায় শিক্ষিত হয়ে গড়ে ওঠে।

ভাল লেখাপড়া করে সুন্দর ভবিষ্যৎ গঠনের জন্য খেলাধুলার আবশ্যকতা খুবই জরুরি। বিদ্যালয়ে পাঠদানের ফাঁকে শিক্ষার্থীরা যেন তাদের সুন্দর মন গঠন করতে পারে সেজন্য প্রতিটি স্কুলেই খেলার মাঠ সচল রেখেছে সরকার। প্রতিটি স্কুলে শিক্ষার্থীদের ভাল লেখাপড়ার পাশাপাশি খেলাধুলার পরিবেশ বজায় রাখতে হবে।

মঙ্গলবার (১৩ ফেব্রুয়ারি) সকালে রূপসার কাজদিয়া সরকারী উচ্চ বিদ্যালয়ের ক্রীড়া প্রতিযোগিতা এর পুরস্কার বিতরণ অনুষ্ঠান ও কৃতি শিক্ষার্থীদের সম্বর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তিনি আরও বলেন, ভালো ফলাফল করতে হলে আমাদের শিশুদের আরো মনোযোগী হতে হবে। ভবিষ্যতে যেন ফলাফল আরো ভালো হয়, সেজন্য মন দিয়ে লেখাপড়া করতে হবে।’

সরকার বিনা মূল্যে শিক্ষার্থীদের বই দেয়াসহ বৃত্তি প্রদান করছে উল্লেখ করে তিনি বলেন, গরিব বাবা-মার ওপর যেন চাপ না পড়ে, সেজন্য আমরা বছরের শুরুতেই সরকার বই দিচ্ছে। স্কুল ও কলেজ সরকারি করে দিচ্ছে। উচ্চশিক্ষাসহ সর্বস্তরে বৃত্তি দেয়া হচ্ছে। স্কুলে টিফিনের ব্যবস্থা করেছে। কোনো শিক্ষার্থী যেন ঝরে না পড়ে, এজন্য সরকারের পক্ষ থেকে সাহায্য করা হচ্ছে।

উপজেলা সহকারী কমিশনার ভূমি আবদুল্লাহ আল বাকীর সভাপতিত্বে সম্মানিত অতিথির বক্তৃতা করেন খুলনা সরকারী মহিলা কলেজের অধ্যাপক ও খুলনা বিশ্ববিদ্যালয়ের সিনেট সদস্য খান আহমেদুল কবীর চাইনিজ। বিশেষ অতিথির বক্তৃতা করেন থানা অফিসার ইনচার্জ মো: শওকত কবীর, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আইরিন পারভিন। স্বাগত বক্তৃতা করেন বিদ্যালয়ের ভারপ্রাপ্ত অধ্যক্ষ অজিত সরকার।
প্রভাষক ফালগুনী মূখার্জীর পরিচালনায় বক্তৃতা করেন প্রভাষক খান মারুফু ইসলাম, আনোয়ার হোসেন মিন্টু, সেলিম রেজা, শিক্ষক পরিষদের সাধারণ সম্পাদক প্রভাষক মেজবা উদ্দীন খান, ভবেশ, বিশ্বাস, অমেলেন্দু বিশ্বাস, রতন দেবনাথ, আ:কাদের, আসাদুজ্জামান সরদার, আমিরুল ইসলামসহ শিক্ষকবৃন্দ উপস্থিত ছিলেন।

অন্যদের সাথে শেয়ার করুন

আরো পড়ুন