শুক্রবার, ২৭ ডিসেম্বর ২০২৪

যথাযোগ্য মর্যাদায় খুলনা প্রেস ক্লাবে জাতীয় শোক দিবস পালিত

প্রকাশিত: মঙ্গলবার, আগস্ট ১৫, ২০২৩

স্টাফ রিপোর্টারঃ যথাযোগ্য মর্যাদা ও ভাবগাম্ভীর্য্যরে মধ্য দিয়ে আজ মঙ্গলবার স্বাধীনতার মহান স্থপতি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৮তম শাহাদাত বার্ষিকী ও জাতীয় শোক দিবস পালিত হয়েছে। দিবসটি  উপলক্ষে খুলনা প্রেস ক্লাবের হুমায়নু কবীর বালু মিলনায়তনে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
আলোচনা সভায় সভাপতিত্ব করেন খুলনা প্রেস ক্লাবের সভাপতি এস এম নজরুল ইসলাম। পরিচালনা করেন সাধারণ সম্পাদক মামুন রেজা।
আলোচনা সভায় বক্তারা বলেন, ১৯৭৫ সালের ১৫ আগস্ট জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে হত্যার মধ্য দিয়ে এদেশে মুক্তিযুদ্ধের চেতনা ধংসের চেষ্টা করা হয়েছিলো। প্রধানমন্ত্রী শেখ হাসিনা সরকার গঠনের পর মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস বাঙালী জাতির সামনে তুলে ধরেন। বঙ্গবন্ধু ও মুক্তিযুদ্ধকে কেউ কখনো বাঙালী জাতির হৃদয় থেকে মুছে ফেলতে পারবে না।
আলোচনা সভায় বক্তৃতা করেন খুলনা প্রেসক্লাবের সাবেক সভাপতি ও খুলনা সাংবাদিক ইউনিয়নের সভাপতি ফারুক আহমেদ, দৈনিক পূর্বঞ্চল সম্পাদক মোহাম্মদ আলী সনি, খুলনা প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক মোঃ সাহেব আলী ও মল্লিক সুধাংশু, প্রেসক্লাবের সহ-সভাপতি মোঃ মুন্সি মাহবুব আলম সোহাগ, সহকারী সম্পাদক শেখ তৌহিদুল ইসলাম তুহিন ও সুনীল কুমার দাস, কার্যনির্বাহী সদস্য মোঃ আব্দুল হালিম ও শেখ মো: সেলিম, খুলনা সাংবাদিক ইউনিয়নের সাধারণ সম্পাদক আসাদুজ্জামান খান রিয়াজ, ক্লাব সদস্য দীলিপ কুমার বর্মন, ক্লাবের অস্থায়ী সদস্য নেয়ামুল হোসেন কচি ও একরামুল হোসেন লিপু প্রমুখ।
সভায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন খুলনা প্রেসক্লাবের সহ-সভাপতি মোঃ জাহিদুল ইসলাম, সহকারী সম্পাদক আনোয়ারুল ইসলাম কাজল, কার্যনির্বাহী সদস্য মোঃ তরিকুল ইসলাম, সদস্য মোঃ হুমায়ুন কবীর, আলমগীর হান্নান, বাপ্পী খান, দেবব্রত রায়, ওয়াহেদ-উজ-জামান বুলু, নাজমা আক্তার, আবু নুরাইন খোন্দকার, আব্দুস সাত্তার, এজাজ আলী, রিংটন মন্ডল,  শেখ জাহিদুল ইসলাম ও  প্রবীর কুমার বিশ্বাস, ক্লাবের অস্থায়ী সদস্য আল মাহমুদ প্রিন্স, রীতা রানী দাস, শশাংক স্বর্ণকার, মোঃ জাকারিয়া হোসেন তুষার, মোঃ আবুল বাশার, মোঃ রায়হান মোল্লা, মিলন হোসেন ও পলাশ চন্দ্র ঢালী, সাংবাদিক শামছুন্নাহার মেঘলা, মেহেদী মাসুদ খান, দিলরুবা ইয়াসমিন, জহিরুল ইসলাম জয়, বিধান বিশ্বাস, ফকির গোলাম রসুল, মোঃ মোশারেফ আলী সোহেল, শহিদুল ইসলাম বাচ্চু, দিলীপ পাল, মনোজ বিশ্বাস, উজ্জ্বল কুমার রায়, মোঃ জুয়েলসহ অন্যান্য সাংবাদিকবৃন্দ।
আলোচনা সভার শুরুতে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানসহ ১৫ আগস্টে শাহাদাতবরণকারী সকলের আত্মার মাগফেরাত কামনা করে দাঁড়িয়ে ১ মিনিট নিরবতা পালন করা হয়। সভা শেষে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। দোয়া পরিচালনা করেন খুলনা প্রেস ক্লাবের ইমাম মোঃ ইউসুফ হাবিব।
এর আগে ক্লাবের নেতৃবৃন্দ ক্লাবের অভ্যন্তরে অবস্থিত জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভাস্কর্যে পুষ্পমাল্য অর্পণ করে শ্রদ্ধা নিবেদন করেন।

অন্যদের সাথে শেয়ার করুন

আরো পড়ুন