সোমবার, ২৩ ডিসেম্বর ২০২৪

বিভাগীয় পর্যায়ে বঙ্গবন্ধু ও বঙ্গমাতা গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের সমাপনী

প্রকাশিত: সোমবার, অক্টোবর ৩০, ২০২৩

স্টাফ রিপোর্টারঃ জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট বালক (অনূর্ধ্ব-১৭) এবং বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট বালিকা (অনূর্ধ্ব-১৭) এর বিভাগীয় পর্যায়ের প্রতিযোগিতার সমাপনী ও পুরস্কার বিতরণ সোমবার বিকালে খুলনা বিভাগীয় মহিলা ক্রীড়া কমপ্লেক্স মাঠে অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে অতিথিরা বলেন, খেলাধুলা হচ্ছে সুস্থ দেহ ও মনের একটি অন্যতম নিয়ামক। শরীর চর্চার মাধ্যমে আমাদের মনের উৎকর্ষ বাড়ে। তাই লেখাপড়ার পাশাপাশি ক্রীড়া ও অন্যান্য সহশিক্ষামূলক কার্মকান্ডে অংশগ্রহণ করতে হবে। মাদক ও ডিজিটাল আসক্তিমুক্ত সমাজ গঠনে খেলাধুলার গুরুত্ব অপরিসীম। প্রধানমন্ত্রী শেখ হাসিনা ক্রীড়ার প্রতি যত্মবান। তাঁর নেতৃত্বে ক্রীড়াক্ষেত্রে দেশ এগিয়ে যাচ্ছে।

খুলনার অতিরিক্ত বিভাগীয় কমিশনার মোঃ তবিবুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিভাগীয় মহিলা ক্রীড়া সংস্থার সভাপতি মেহেরুন্নেছা জুই। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন জেলা মহিলা ক্রীড়া সংস্থার সভাপতি ফারহানা বিনতে আজিজ, জাতীয় ক্রীড়া পরিষদ খুলনা ও বরিশাল বিভাগের উপপরিচালক মোঃ আবুল হোসেন হাওলাদার ও জেলা মহিলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক হালিমা ইসলাম। অনুষ্ঠানে স্বাগত বক্তৃতা করেন জেলা ক্রীড়া অফিসার মোঃ বকতিয়ার রহমান গাজী। ক্রীড়া পরিদপ্তরের সহযোগিতায় খুলনা বিভাগীয় প্রশাসন ও জেলা ক্রীড়া অফিস যৌথভাবে এই অনুষ্ঠানের আয়োজন করে।
বিভাগীয় পর্যায়ে বঙ্গবন্ধু গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট বালক (অনূর্ধ্ব-১৭) চ্যাম্পিয়ন খুলনা জেলা এবং রানারআপ সাতক্ষীরা জেলা দল। বঙ্গমাতা গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট বালিকা (অনূর্ধ্ব-১৭) চ্যাম্পিয়ন মাগুরা জেলা এবং রানারআপ খুলনা সিটি দল।
অনুষ্ঠানে অতিথিরা চ্যাম্পিয়ন ও রানারআপ দলের হাতে ট্রফি তুলে দেন।

অন্যদের সাথে শেয়ার করুন

আরো পড়ুন