সোমবার, ২৩ ডিসেম্বর ২০২৪

বিএনপি নেতা ইশরাক হোসেনের বাসায় ডিবির অভিযান

প্রকাশিত: মঙ্গলবার, ডিসেম্বর ১৩, ২০২২

নাগরিক সংবাদ ডেস্কঃ বিএনপি নেতা ইঞ্জিনিয়ার ইশরাক হোসেনের রাজধানীর গোপীবাগের বাসায় অভিযান চালিয়েছে গোয়েন্দা পুলিশ। এ ব্যাপারে ইশরাক হোসেনকে না পেয়ে বাড়ির দারোয়ান মহসিনকে আটক করে নিয়ে যাওয়ার অভিযোগ পাওয়া গিয়েছে।
জানা গেছে, সোমবার রাত দেড়টার দিকে ইশরাকের গোপীবাগের বাসায় যায় ডিবি। প্রায় পৌনে এক ঘণ্টা অভিযান চালায় তারা। সে সময় বিএনপি নেতা ইশরাক হোসেন বাসায় ছিলেন না।
সে সময় বাড়িতে অবস্থানরত ব্যক্তিরা জানিয়েছেন বাড়ির প্রতিটি রুমে তল্লাশির নামে তছনছ করা হয়েছে।
ইশরাক হোসেন বাসায় আছেন এমন তথ্যের ভিত্তিতেই ডিবি সদস্যরা অভিযান চালান বলে তাদের জানানো হয়।

অন্যদের সাথে শেয়ার করুন

আরো পড়ুন