সোমবার, ২৩ ডিসেম্বর ২০২৪

বাল্যবিবাহরোধে খুলনা বিভাগীয় কমিটির সভা অনুষ্ঠিত

প্রকাশিত: সোমবার, অক্টোবর ২৮, ২০২৪

স্টাফ রিপোর্টারঃ বাল্যবিবাহরোধে বিভাগীয় কমিটির সভা সোমবার দুপুরে খুলনা বিভাগীয় কমিশনারের সম্মেলনকক্ষে অনুষ্ঠিত হয়। সভায় খুলনা অতিরিক্ত বিভাগীয় কমিশনার (রাজস্ব) মোঃ ফিরোজ শাহ সভাপতিত্ব করেন।
সভায় বাল্যবিবাহের কুফল সম্পর্কে সচেতনতা বৃদ্ধি, নিয়মিত উঠান বৈঠক, কিশোর-কিশোরী ক্লাবের মাধ্যমে প্রতিরোধ গড়ে তোলা, স্কুল-কলেজের শিক্ষার্থীদের নিয়ে আলোচনা সভা, প্রচার-প্রচারণা বৃদ্ধি করা প্রয়োজন। বাল্যবিবাহের তথ্য পাওয়ামাত্র সংশ্লিষ্ট দপ্তরের সাথে যোগাযোগ করাসহ বিভিন্ন বিষয়ে আলোচনা হয়। এছাড়া টোল ফ্রি হটলাইন ১০৯ ও ৯৯৯ নম্বরে ফোন করে বাল্যবিবাহ বন্ধে সচেতনতা বৃদ্ধি করা প্রয়োজন বলে সভায় আলোচনা করা হয়।
সভায় বিভিন্ন সরকারি-বেসরকারি দপ্তরের কর্মকতাসহ কমিটির সদস্যরা অংশ নেন।

অন্যদের সাথে শেয়ার করুন

আরো পড়ুন