সোমবার, ২৩ ডিসেম্বর ২০২৪

বাংলাদেশ বেতারের মোট ৩৬টি ফেসবুক পেজ ও ৩৪টি ইউটিউব চ্যানেল একযোগে উদ্বোধন

প্রকাশিত: বৃহস্পতিবার, আগস্ট ১৭, ২০২৩

নাগরিক সংবাদ ডেস্কঃ দেশের প্রাচীনতম রাষ্ট্রীয় গণমাধ্যম বাংলাদেশ বেতারের সংবাদ ও অনুষ্ঠান এখন নিয়মিত অনলাইন প্ল্যাটফর্ম, যেমন ফেসবুক পেজ, ইউটিউব ও মোবাইল অ্যাপের মাধ্যমেও প্রচারের আনুষ্ঠানিক উদ্যোগ নেওয়া হয়েছে। বাংলাদেশ বেতার জানিয়েছে, স্মার্ট বাংলাদেশ বিনির্মাণের পথে বেতার সম্প্রচারকে আরও আধুনিক এবং দেশ ও বহির্বিশ্বে শ্রোতাদের কাছে আরও সহজলভ্য করতে এই উদ্যোগ নেওয়া হয়েছে।

সম্প্রতি বাংলাদেশ বেতারের ১৪টি আঞ্চলিক কেন্দ্র ও ৭টি বিশেষায়িত ইউনিটের অনুষ্ঠান ও বার্তা শাখার মোট ৩৬টি ফেসবুক পেজ ও ৩৪টি ইউটিউব চ্যানেল একযোগে উদ্বোধন করেন বাংলাদেশ বেতারের মহাপরিচালক নাসরুল্লাহ মো. ইরফান। এসময় বেতারের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। বৃহস্পতিবার (১৭ আগস্ট) বেতারের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

প্রসঙ্গত, গত কয়েক বছর ধরেই বিভিন্ন আঞ্চলিক বেতার কেন্দ্র থেকে নিজস্ব উদ্যোগে জনপ্রিয় অনুষ্ঠান অনলাইন প্ল্যাটফর্মে পরীক্ষামূলকভাবে প্রচার করা হতো। দর্শক-শ্রোতার চাহিদা ও আগ্রহের কারণে ফেসবুক পেইজ ও ইউটিউব চ্যানেলগুলোকে বর্তমানে আনুষ্ঠানিক (অফিসিয়াল) রূপ দেওয়া হয়েছে।

বাংলাদেশ বেতারের মহাপরিচালক নাসরুল্লাহ মো. ইরফান বলেন অত্যন্ত জনপ্রিয় এই মাধ্যমটি শ্রোতার এবং যুগের চাহিদামতো নানা ধরনের অনুষ্ঠান নিয়মিত প্রচার করে যাচ্ছে। বর্তমানে স্মার্ট ফোনের মাধ্যমে বেতারের অনুষ্ঠান শোনার জন্য মোবাইল অ্যাপ রয়েছে, হাতে রয়েছে সোশ্যাল মিডিয়ার মতো সহজ প্রচার মাধ্যম। তরঙ্গ সম্প্রচারের পাশাপাশি অনলাইন প্রচারেও সর্বোচ্চ পেশাগত মান বজায় রাখা হবে। তথ্য ও সম্প্রচারমন্ত্রী ড. হাছান মাহমুদ বাংলাদেশ বেতারের আধুনিকায়ন ও যুগোপোযুগী বিভিন্ন পদক্ষেপ গ্রহণে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার নির্দেশ প্রদান করেছেন। তার দিক-নির্দেশনায় বাংলাদেশ বেতারে নিউমিডিয়া কার্যক্রমটি শুরু করা সম্ভব হয়েছে।

বেতারের মহাপরিচালক আরও বলেন বাংলাদেশ বেতারে সংরক্ষিত বঙ্গবন্ধুর ঐতিহাসিক গুরুত্বপূর্ণ ভাষণ, বিশিষ্ট ব্যক্তিদের সাক্ষাৎকার ও জনপ্রিয় অনুষ্ঠানসমূহ নতুন প্রজন্মের কাছে পৌঁছে দেওয়ার জন্য পর্যায়ক্রমে সামাজিক যোগাযোগ মাধ্যমে আপলোড করা হবে। এর ফলে তরুণ প্রজন্ম বাংলাদেশের শেকড় ও ইতিহাস-ঐতিহ্যের ব্যাপারে জানতে পারবে।

উল্লেখ্য যে, বাংলাদেশ বেতারের লিয়াজোঁ ও শ্রোতা গবেষণা শাখার জুন’২০২৩-এর রিপোর্ট অনুযায়ী, বাংলাদেশ বেতারের অনুষ্ঠান ও বার্তা শাখার সব আঞ্চলিক কেন্দ্র ও ইউনিটের ৩৬টি ফেসবুক পেজে বর্তমানে মোট ৫ লাখ ৭৭ হাজার ২৩৪ জন ফলোয়ার এবং ৩৪টি ইউটিউবে ৬৪ হাজার ১৯০ জন সাবস্ক্রাইবার রয়েছে। এছাড়াও বাংলাদেশ বেতারের ওয়েবসাইট ও মোবাইল অ্যাপে যুক্ত আছেন ৩৪ লাখ ২২ হাজার ৩২৯ জন শ্রোতা।

অন্যদের সাথে শেয়ার করুন

আরো পড়ুন