সোমবার, ২৩ ডিসেম্বর ২০২৪

বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনের চেয়ারম্যানের অতিরিক্ত দায়িত্বে সদস্য প্রফেসর ড. মুহাম্মদ আলমগীর

প্রকাশিত: বৃহস্পতিবার, আগস্ট ১৭, ২০২৩

নাগরিক সংবাদ ডেস্কঃ বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনের (ইউজিসি) সদস্য প্রফেসর ড. মুহাম্মদ আলমগীরকে অতিরিক্ত হিসেবে চেয়ারম্যানের দায়িত্ব দেওয়া হয়েছে।

বৃহস্পতিবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায় ইউজিসি।

এতে বলা হয়েছে, ইউজিসি চেয়ারম্যান প্রফেসর ড. কাজী শহীদুল্লাহ শারীরিক অসুস্থতাজনিত কারণে চিকিৎসার জন্য আগামী ২০ আগস্ট থেকে ৬ নভেম্বর পর্যন্ত মোট ৭৬ দিন অস্ট্রেলিয়ার অবস্থান করবেন। এ সময়ের মধ্যে চেয়ারম্যান বিদেশে অবস্থানকালে কমিশনের সদস্য প্রফেসর ড. মুহাম্মদ আলমগীর নিজ দায়িত্বের অতিরিক্ত হিসেবে চেয়ারম্যানের দায়িত্ব পালন করবেন।

অন্যদের সাথে শেয়ার করুন

আরো পড়ুন