বুধবার, ২৫ ডিসেম্বর ২০২৪

বর্তমানে আন্ডারগ্রাউন্ড পার্টির অস্তিত্ব নেই বললেই চলে-সালাম মূর্শেদী এমপি

প্রকাশিত: বৃহস্পতিবার, মে ২৫, ২০২৩

স্টাফ রিপোর্টারঃ দেশের স্বার্থে, সংগঠনের স্বার্থে সকল ভেদাভেদ ভূলে আমাদের সকল কে এক হয়ে আগামী দ্বাদশ সংসদ নির্বাচনে জননেত্রী শেখ হাসিনার হাত কে শক্তিশালী করতে হবে। বিএনপি-জামাত জোট সরকারের আমলে হামলা-মামলা শিকার হয়ে আমরা পালিয়ে বেড়িয়েছি, সে সময়ের আওয়ামী লীগের পরিক্ষিত কিন্তু বর্তমানে নিস্ক্রিয় এ রকম নেতাকর্মীদের সামনে এনে সংগঠন কে আরও শক্তিশালী করতে হবে।

বৃহস্পতিবার (২৫ মে) বিকালে দিঘলিয়া উপজেলা হলরুমে দিঘলিয়া সদর ইউনিয়ন আওয়ামী লীগ কতৃক আয়োজিত কর্মী সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে খুলনা জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এ্যাড. সুজিত অধিকারী উপরিউক্ত কথাগুলো বলেন।

অনুষ্ঠানে খুলনা-৪ আসনের সাংসদ সদস্য আব্দুস সালাম মূর্শেদী প্রধান বক্তা হিসাবে উপস্থিত ছিলেন। তিনি তার বক্তব্যে বলেন, দিঘলিয়া-রুপসা-তেরখাদা উপজেলায় ৩০০ কি:মি: রাস্তা নতুন অথবা সংস্কার হয়েছে। দিঘলিয়ায় ৭০০ কোটি টাকা ব্যায়ে ভৈরব সেতু তৈরি হচ্ছে। আইন-শৃঙ্খলা পরিস্থিতি যে কোন সময়ের চেয়ে ভালো আছে, এ অঞ্চলের বড় সমস্যা ছিল আন্ডারগ্রাউন্ড পার্টি, বর্তমানে আন্ডারগ্রাউন্ড পার্টির অস্তিত্ব নেই বল্লেই চলে।

দিঘলিয়া ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি শেখ আনসার আলীর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক শেখ মঞ্জুর হোসেন এর সঞ্চালনায় অনুষ্ঠানে সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি রফিকুর রহমান রিপন, যুগ্ম সম্পাদক সম্পাদক কামরুজ্জামান জামাল। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক এ্যাড. মো: ফরিদ আহমেদ, উপজেলা আওয়ামী লীগের সভাপতি খান নজরুল ইসলাম, সাধারণ সম্পাদক মোল্লা আকরাম হোসেন।

আরও উপস্থিত ছিলেন, জেলা আওয়ামী লীগের উপ-প্রচার সম্পাদক মো: খায়রুল আলম, সদস্য জামিল খান, আজগর বিশ্বাস তারা, ফ ম আব্দুস সালাম, জাহাঙ্গীর হোসেন মুকুল, জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক ইমরান হোসেন, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি মাষ্টার ইউনুস আলী, মোশাররফ হোসেন, যুগ্ম সাধারণ সম্পাদক আলী রেজা বাচা, মুক্তিযুদ্ধ বিষয়ক সম্পাদক সাখাওয়াত হোসেন, দপ্তর সম্পাদক লোকমান হোসেন, ধর্ম বিষয়ক সম্পাদক সাহেব আলী হুজুর, সহ প্রচার সম্পাদক মোঃ মকবুল হোসনে, সদস্য কে এম আসাদুজ্জামান, সেনহাটি ইউনিয়ন আওয়ামীলীগের সাধারন সম্পাদক শাহআলম, চন্দনীমহল সংগঠনিক ইউনিয়নের সাধারণ সম্পাদক ইকতার হোসেন, কৃষক লীগের সভাপতি আব্দুর রহমান, উপজেলা কৃষক লীগের সাবেক সদস্য সচিব খান আবু সাইদ, উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক ইয়াজুল ইসলাম, সহ-সভাপতি শেখ রিয়াজ, যুগ্ম সাধারণ সম্পাদক শেখ আনিসুর রহমান, সহ সম্পাদক সাইদুর রহমান, রুবেল সরদার, রাকিব মোড়ল, রানা মোল্লা, সাংগঠনিক সম্পাদক শেখ আল আমিন, সদস্য এস এম হাবিবুর রহমান তারেক, রুবেল হাওলাদার, হামিম মোল্লা, সোহেল শেখ,উপজেলা সেচ্ছাসেবক লীগের সভাপতি আবুল কালাম আজাদ, সদস্য সচিব আবুল বাশার, উপজেলা শ্রমিকলীগের সভাপতি সাইফুল ইসলাম রিতা, উপজেলা ছাত্রলীগের সভাপতি মোল্লা নাহিদুর রহমান, সাধারণ সম্পাদক ইয়াসিন আরাফাত, দিঘলিয়া ইউনিয়ন মহিলালীগের সভাপতি পাখি বেগম, সাধারণ সম্পাদক হাফিজা খাতুন, নাসরিন আক্তার হিরা, ফাতেমা খাতুন, সাজেদা বেগম, সালমা বেগম, দিঘলিয়া ইউনিয়ন যুবলীগের সভাপতি সৈয়দ জামিল মোরর্শেদ মাসুম, সাধারণ সম্পাদক কে এম তহিদুজ্জামান, চন্দনীমহল সংগঠনিক ইউনিয়ন যুবলীগের সভাপতি ইমরান গাজী প্রমূখ।

এদিকে সকালে সংসদ সদস্য আব্দুস সালাম মূর্শেদী গোয়ালপাড়া জামে মসজিদ সংলগ্ন রাস্তার উন্নয়ন কাজের উদ্বোধন করেন।

উপজেলা কৃষি অফিস কতৃক উপকার ভোগীদের মাঝে মিনি গার্ডেন টিলার বিতরণ করেন। উপজেলা পল্লী দারিদ্র বিমোচন ফাউন্ডেশন কতৃক ঋণ গ্রহিতারদের মাঝে ঋণের চেক বিতরণ করেন।

অন্যদের সাথে শেয়ার করুন

আরো পড়ুন