সোমবার, ২৩ ডিসেম্বর ২০২৪

ফিলিস্তিনি নাগরিকদের আত্মার মাগফেরাত এবং আহতদের দ্রুত সুস্থতা কামনা করে খুলনা মেট্রোপলিটন পুলিশ লাইন্স কেন্দ্রীয় জামে মসজিদসহ মহানগরীর সকল জামে মসজিদে বিশেষ দোয়া

প্রকাশিত: শুক্রবার, অক্টোবর ২০, ২০২৩

স্টাফ রিপোর্টারঃ গাজাসহ ফিলিস্তিনের অন্যান্য স্থানে ইসরায়েলি দখলদার বাহিনীর সাম্প্রতিক বর্বরোচিত হামলায় ফিলিস্তিনি নাগরিকদের মৃত্যুতে শুক্রবার বাদ জুম্মা নিহত ফিলিস্তিনি নাগরিকদের আত্মার মাগফেরাত কামনা করে এবং আহতদের দ্রুত সুস্থতা কামনা করে খুলনা মেট্রোপলিটন পুলিশ লাইন্স কেন্দ্রীয় জামে মসজিদসহ মহানগরীর সকল জামে মসজিদে বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়। দোয়া অনুষ্ঠান হতে ইসরায়েলি দখলদার বাহিনী কর্তৃক ফিলিস্তিন সাধারণ মুসলিমদের উপর বর্বরোচিত হামলার তীব্র নিন্দা জ্ঞাপন করা হয়।

রাষ্ট্রীয়ভাবে ফিলিস্তিনিদের জন্য দোয়া মাহফিলের আয়োজনের নির্দেশ প্রদানের জন্য মসজিদে উপস্থিত সকল মুসল্লি সরকারের এ উদ্যোগের প্রশংসা করেন।

মেট্রোপলিটন পুলিশ লাইন্স কেন্দ্রীয় জামে মসজিদ অনুষ্ঠিত বিশেষ দোয়া মোনাজাত অনুষ্ঠানে কেএমপি’র পুলিশ কমিশনার মোঃ মোজাম্মেল হক, বিপিএম (বার), পিপিএম-সেবা সহ কেএমপি’র ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তাবৃন্দ, মসজিদের ইমাম এবং সাধারণ মুসল্লীগণ উপস্থিত ছিলেন।

অন্যদের সাথে শেয়ার করুন

আরো পড়ুন