সোমবার, ২৩ ডিসেম্বর ২০২৪
প্রকাশিত: রবিবার, ফেব্রুয়ারী ১১, ২০২৪
নাগরিক সংবাদ ডেস্কঃ বঙ্গবন্ধুকন্যা প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার সাথে রবিবার (১১ ফেব্রুয়ারি) সকালে গণভবনে সাক্ষাৎ করেন বাংলাদেশ পোশাক প্রস্তুতকারক ও রপ্তানিকারক সমিতির (বিজিএমইএ) প্রতিনিধি দল।
সাক্ষাৎকালে বিজিএমইএ প্রতিনিধি দলটি ব্যবসা, বাণিজ্য, রপ্তানি ও সাম্প্রতিক বাজার পরিস্থিতি সম্পর্কে প্রধানমন্ত্রীকে অবহিত করেন।
এসময় তারা বৈশ্বিক পরিস্থিতিসহ নানা কারণে সৃষ্ট কিছু সমস্যাও তুলে ধরেন। প্রধানমন্ত্রী তা মনোযোগ সহকারে শোনেন এবং যথাসম্ভব সমাধানের আশ্বাস দেন।
প্রতিনিধি দলে ছিলেন বিজিএমইএ’র সভাপতি ফারুক হাসান, প্রাক্তন সভাপতি ও সাবেক বাণিজ্যমন্ত্রী টিপু মুন্সি এমপি, বিজিএমইএ’র সাবেক সভাপতি আব্দুস সালাম মূর্শেদী এমপি, শফিউল ইসলাম ও সিদ্দিকুর রহমান ও বিজিএমইএ ও এনভয় গ্রুপের পরিচালক ব্যারিস্টার শেহরিন সালাম ঐশী সহ সংগঠনটির অন্যান্য নেতারা।