রবিবার, ০৭ সেপ্টেম্বর ২০২৫

পবিত্র ঈদ-ই-মিলাদুন্নবী (সাঃ) উপলক্ষ্যে খুলনা প্রেসক্লাবে আলোচনা সভা ও দোয়া মাহফিল

প্রকাশিত: শনিবার, সেপ্টেম্বর ৬, ২০২৫

স্টাফ রিপোর্টারঃ পবিত্র ঈদ-ই-মিলাদুন্নবী (সাঃ) উপলক্ষ্যে খুলনা প্রেস ক্লাবের উদ্যোগে শনিবার বেলা সাড়ে ১১টায় ক্লাবের হুমায়ুন কবীর বালু মিলনায়তনে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। দোয়া মাহফিলের পূর্বে মহানবী হযরত মুহাম্মদ (সাঃ) এর জীবনের বিভিন্ন দিক নিয়ে আলোচনা করা হয়। দোয়া পরিচালনা করেন খুলনা প্রেস ক্লাবের ইমাম হাফেজ মাওলানা মোঃ ইফসুফ হাবিব।
আলোচনা সভায় সভাপতিত্ব করেন খুলনা প্রেসক্লাবের আহবায়ক এনামুল হক। সভা পরিচালনা করেন ক্লাবের কার্যনির্বাহী পরিষদের সদস্য আশরাফুল ইসলাম নূর।
সভায় বক্তৃতা করেন খুলনা প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক ও কার্যনির্বাহী পরিষদের সদস্য শেখ দিদারুল আলম, ক্লাব সদস্য মো. এরশাদ আলী, মো. রাশিদুল ইসলাম, আনোয়ারুল ইসলাম কাজল, মো. জাহিদুল ইসলাম, মো. হেদায়েৎ হোসেন মোল্লা, আব্দুর রাজ্জাক রানা, খলিলুর রহমান সুমন ও এস এম নূর হাসান জনি প্রমুখ।
এ সময় উপস্থিত ছিলেন খুলনা প্রেসক্লাবের কার্যনির্বাহী পরিষদের সদস্য আহমদ মুসা রঞ্জু, ক্লাব সদস্য, আলমগীর  হান্নান, মোহাম্মদ মিলন, এস এম আমিনুল ইসলাম, এস এম ইয়াসীন আরাফাত (রুমী), মোঃ মাহফুজুল আলম (সুমন), মোঃ বেল্লাল হোসেন সজল, একরামুল হোসেন লিপু, ক্লাবের অস্থায়ী সদস্য শেখ ফেরদৌস রহমান, মোঃ হাসানুর রহমান তানজির, ইমাম হোসেন সুমন, মোঃ মেহেদী মাসুদ খান, সাংবাদিক জি এম রাসেল, মো. নুরুল আমিন (নূর), ফটো সাংবাদিক শেখ মো. সেলিম, এম রোমানিয়া, খুলনা  বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা ডিসিপ্লিনের শিক্ষার্থী শায়লা রহমান, অর্পিতা ও সুমাইয়া হুদা রাত্রিসহ অন্যান্য সাংবাদিকবৃন্দ।

অন্যদের সাথে শেয়ার করুন

আরো পড়ুন