মঙ্গলবার, ২৪ ডিসেম্বর ২০২৪

নৌকা প্রতীক প্রার্থীকে বিজয়ী করতে দলের প্রত্যেকটি নেতা-কর্মীকে কাজ করতে হবে

প্রকাশিত: বুধবার, ডিসেম্বর ২৭, ২০২৩

স্টাফ রিপোর্টারঃ আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে আওয়াী লীগ মনোনীত ও জেলা আওয়ামী লীগের কার্যনির্বাহী কমিটির সদস্য নৌকা প্রতীকের প্রার্থী আব্দুস সালাম মূর্শেদী বলেছেন, বঙ্গবন্ধু কন্যা সফল রাষ্ট্রনায়ক প্রধানমন্ত্রী শেখ হাসিনা’র বলিষ্ঠ নেতৃত্বে দেশ উন্নয়নের মহাসড়কে এগিয়ে চলেছে। তিনি বলেন, শেখ হাসিনার সরকার রাষ্ট্রীয় ক্ষমতায় থাকলে দেশের মানুষ নিরাপদে ও সুখে-শান্তিতে থাকে। তাই নৌকা প্রতীক প্রার্থীকে বিজয়ী করতে দলের প্রত্যেকটি নেতা-কর্মীকে কাজ করতে হবে। এমপি বলেন, পুণরায় নৌকার বিজয় নিশ্চিত করতে দলের নেতা-কর্মীদের একযোগে কাজ করার উদাত্ত আহ্বান জানান।

বুধবার (২৭ ডিসেম্বর) বিকেল সাড়ে ৪টায় তেরখাদা উপজেলার মধুপুর ইউনিয়ন পরিষদ কমপ্লেক্স ভবন চত্বরে নির্বাচনী জনসভায় প্রধান অতিথির বক্তৃতায় তিনি এসব কথা বলেন।
মধুপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ইউনুস আলী’র সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক কাজী আক্তার হোসেনের পরিচালনায় বিশেষ অতিথি জেলা আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক সাবেক উপজেলা চেয়াররম্যান সরফুদ্দিন বিশ্বাস বাচ্চু, উপজেলা আওয়ামী লীগের সভাপতি এফএম অহিদুজ্জামান, সাধারণ সম্পাদক কেএম আলমগীর হোসেন, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান শারাফাত হোসেন মুক্তি, মহিলা পরিষদ ভাইস চেয়ারম্যান নাজমা খান, আওয়ামী লীগ নেতা ও চেয়ারম্যান শেখ মোঃ মহসিন। বক্তৃতা করেন আওয়ামী লীগ নেতা মাস্টার হাবিবুর রহমান, কাজী কামাল হোসেন, তরিকুল ইসলাম ঝিলু, শেখ কামরান হাসান, মোঃ মিনারুল ইসলাম, শেখ আনারুল ইসলাম প্রমুখ। এর আগে তিনি উপজেলার মধুপুর ইউনিয়নের মল্লিকপুর বাজার, মোকামপুর বাজার, লস্করপুর বাজার, পারহাজিগ্রাম, বাঘাশীষা খাল ও কোলা বাজার এলাকায় ব্যাপক গণসংযোগ করেন। এসময় তিনি সকল শ্রেণী ও পেশাজীবিদের সাথে কুশল বিনিময়, লিফলেট বিতরণ ও বর্তমান সরকারের উন্নয়নের সাফল্য চিত্র তুলে ধরে জনগণের কাছে ভোট প্রার্থনা করেন।

অন্যদের সাথে শেয়ার করুন

আরো পড়ুন