বুধবার, ২৫ ডিসেম্বর ২০২৪
প্রকাশিত: শনিবার, আগস্ট ১৯, ২০২৩
নাগরিক সংবাদ ডেস্কঃ জামালপুরের ইসলামপুরে উপজেলা আওয়ামী লীগের শ্রম বিষয়ক সম্পাদক আনোয়ারুল ইসলাম কর্তৃক জামালপুর-শেরপুর সংরক্ষিত আসনের সংসদ সদস্য হোসনে আরাকে লাঞ্চিতের অভিযোগে ৫ সদস্য বিশিষ্ট তদন্ত কমিটি গঠন করা হয়েছে। কমিটিকে সুষ্ঠ তদন্তপূর্বক সাত কার্য দিবসের মধ্যে প্রতিবেদন দাখিলের জন্য বলা হয়েছে।
ধর্ম প্রতিমন্ত্রী ও ইসলামপুর উপজেলা আওয়ামী লীগ সভাপতি আলহাজ ফরিদুল হক খান দুলাল ও সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মো. আবদুস সালাম সাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে শুক্রবার (১৮ আগস্ট) এ তথ্য জানানো হয়।
তদন্ত কমিটিতে রয়েছেন— উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি জামাল আব্দুল নাসের চৌধুরী, সহসভাপতি মজিবর রহমান শাহজাহান, সহসভাপতি ফরিদ উদ্দিন আহম্মেদ, যুগ্ম সাধারণ সম্পাদক জনাব জিয়াউল হক সরকার, সাংগঠনিক সম্পাদক মো. খলিলুর রহমান।
এর আগে গত বৃহস্পতিবার (১৭ আগস্ট) রাত সাড়ে আটটায় ইসলামপুর উপজেলা আওয়ামী লীগ কার্যালয়ে ১৭ আগস্ট নৃশংস বর্বরোচিত সিরিজ বোমা হামলা দিবস উপলক্ষে আলোচনা সভায় ধর্ম প্রতিমন্ত্রী আলহাজ ফরিদুল হক খান দুলালের উপস্থিতে সংসদ সদস্য হোসনে আরাকে চড় মারেন উপজেলা আওয়ামী লীগের শ্রম বিষয়ক সম্পাদক আনোয়ার হোসেন।
সভায় হোসনে আরা ধর্ম প্রতিমন্ত্রী ফরিদুল হক খান দুলালের উদ্দেশে বলেন, দলীয় কর্মসূচিতে তাকে কেন দাওয়াত দেওয়া হয় না— একথা বলতেই উপজেলা আওয়ামী লীগ নেতা আনোয়ার হোসেন তেড়ে এসে অকথ্য ভাষায় গালিগালাজের এক পর্যায়ে গায়ে হাত তোলেন। পরে সংসদ সদস্য হোসনে আরা আওয়ামী লীগ অফিস ত্যাগ করেন।
হোসনে আরা অভিযোগ করে বলেন, ‘নিজ এলাকা ইসলামপুরে দলীয় কর্মসূচিতে তাকে দাওয়াত দেওয়া হয় না। সংসদ সদস্য নয়, দলীয় কর্মী হিসেবেও দাওয়াত পাওয়ার অধিকার রাখেন বলতে গেলেই আমাকে অকথ্য ভাষায় গালিগালাজের করা হয়। তারপর আমার গায়ে হাত তুলেছে।’