মঙ্গলবার, ২৪ ডিসেম্বর ২০২৪

ঢাকা কর অঞ্চল-৩ এর কমিশনারের স্ত্রীর ঝুলন্ত লাশ উদ্ধার

প্রকাশিত: সোমবার, জানুয়ারী ৯, ২০২৩

নাগরিক সংবাদ ডেস্কঃ রাজধানীর রমনা এলাকার বাসা থেকে কামরুন নাহার (৪৪) নামে এক নারীর ঝুলন্ত লাশ উদ্ধার করা হয়েছে। সোমবার দুপুরে এ ঘটনা ঘটে। তিনি ঢাকার কর অঞ্চল-৩ এর কমিশনার আবুল কালাম আজাদের স্ত্রী। প্রাথমিকভাবে এ ঘটনাকে আত্মহত্যা বলে ধারণা করছে পুলিশ।

রমনা থানার ওসি আবুল হাসান বলেন, খবর পেয়ে পুলিশ সিদ্ধেশ্বরীর ইস্টার্ন হাউজিংয়ের ৪/এ নম্বর বাসায় যায়। মৃত্যুর কারণ সম্পর্কে জানতে ময়নাতদন্তের জন্য লাশ ঢাকা মেডিকেল কলেজ মর্গে পাঠানো হয়। এ ঘটনায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে।

পুলিশ জানায়, মৃতের দুই মেয়ে ও এক ছেলে রয়েছে। ঘটনার সময় শুধু পঞ্চম শ্রেণি পড়ূয়া ছেলেটি বাসায় ছিল। তার ভাষ্য অনুযায়ী, সে মোবাইল ফোনে গেম খেলায় মগ্ন ছিল। পরে এক সময় পাশের ঘরে মাকে ঝুলন্ত অবস্থায় দেখতে পায়। এতে সে আতঙ্কিত হয়ে পড়ে। মাকে কয়েকবার ডেকে কোনো সাড়া না পেয়ে তার বাবাসহ স্বজনদের ফোন করে বিষয়টি জানায়। খবর পেয়ে কর কর্মকর্তা দ্রুত বাসায় যান। একপর্যায়ে তিনি পুলিশকে ফোন করে ঘটনা সম্পর্কে অবহিত করেন।

মৃতের স্বামী আবুল কালাম আজাদ হাসপাতালে বলেন, আমি খবর পেয়ে বাসায় ছুটে গিয়ে এই পরিস্থিতি দেখি। এরপর স্ত্রীকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে আসি। সেখানে চিকিৎসক জানান, আগেই তার মৃত্যু হয়েছে।

তবে কী কারণে তার স্ত্রীর মৃত্যু হলো, আত্মহত্যা হলে সেটারই বা কারণ কী? এমন প্রশ্নের কোনো উত্তর দেননি তিনি।

পুলিশ বলছে, ময়নাতদন্ত রিপোর্ট পেলে মৃত্যুর কারণ সম্পর্কে নিশ্চিত হওয়া যাবে। পাশাপাশি পুলিশ ঘটনাটি তদন্ত করে দেখছে।

অন্যদের সাথে শেয়ার করুন

আরো পড়ুন