বৃহস্পতিবার, ০৪ সেপ্টেম্বর ২০২৫
প্রকাশিত: শুক্রবার, আগস্ট ১, ২০২৫
নাগরিক সংবাদ ডেস্কঃ জুলাই গণঅভ্যুত্থানের চেতনায় বৈষম্যহীন নতুন বাংলাদেশ গড়ার আহ্বান জানিয়েছেন
বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনের (ইউজিসি) চেয়ারম্যান প্রফেসর ড. এস এম এ ফায়েজ।
জুলাই গণঅভ্যুত্থানের ১ম বার্ষিকী উদযাপন উপলক্ষ্যে “July- beyond boundaries” শীর্ষক এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।
গতকাল (৩১ জুলাই ২০২৫) বাংলাদেশ কনস্যুলেট জেনারেল-হংকং এ সভার আয়োজন করে।
কনসাল জেনারেল ড. শাহ মোহাম্মদ তানভীর মনসুর এতে সভাপতিত্ব করেন।
অনুষ্ঠানে বাংলাদেশ মেট্রোপলিটন চেম্বার অব কমার্স, হংকং-এর সভাপতি দেওয়ান সাইফুল আলম মাসুদ, কমিউনিটির প্রতিনিধি মো. জাফর আলী, গোলাম মোস্তফা, ড. আজাদ রহমান, মো. জহিরুল ইসলাম, মো. ইমাম হোসেন কামরুল, ফারহানা সুলতানা, বাংলাদেশ এসোসিয়েশন অব হংকং এর সাধারণ সম্পাদক খাইরুল ইসলাম নিজামী, বাংলাদেশ স্টুডেন্টস এসোসিয়েশন, হংকং এর সভাপতি ইমরান আল ইকরামসহ প্রমুখ বক্তব্য রাখেন।
ইউজিসি চেয়ারম্যান প্রফেসর ড. এস এম এ ফায়েজ বলেন, বৈষম্যহীন নতুন বাংলাদেশে বিনির্মাণে জুলাই গণঅভ্যুত্থানের ভূমিকা অনস্বীকার্য। তিনি জুলাই চেতনাকে ধারণ করে নতুন প্রজন্মের প্রত্যাশা পূরণে সকল অংশীজনকে একসাথে কাজ করার আহ্বান জানান।
গণঅভ্যুত্থানে শিক্ষার্থীদের অবদানের কথা উল্লেখ করে তিনি নতুন বাংলাদেশ বিনির্মাণে প্রত্যেক নাগরিকের ইতিবাচক পরিবর্তনের উপর জোর দেন। তিনি মনে করেন, ব্যক্তির পরিবর্তনের মাধ্যমে সমাজের পরিবর্তন সম্ভব।
কনসাল জেনারেল ড. শাহ মোহাম্মদ তানভীর মনসুর তাঁর বক্তব্যে জুলাই অভ্যুত্থানের আদর্শকে ধারণ করে সুন্দর বৈষম্যহীন বাংলাদেশ বিনির্মাণে সকলকে যার যার অবস্থান থেকে যথার্থ ভূমিকা রাখার আহ্বান জানান। তিনি কনস্যুলেটের সেবা প্রদানমূলক কাজে জুলাই চেতনাকে ধারণ করতে কনস্যুলেটের সকল কর্মকর্তা ও কর্মচারীকে নির্দেশ প্রদান করেন ।
অনুষ্ঠান সঞ্চালনা করেন কনস্যুলেটের কনসাল জাহিদুর রহমান।