বৃহস্পতিবার, ০৪ সেপ্টেম্বর ২০২৫

জুলাই গণঅভ্যুত্থানের বর্ষপূর্তি ও শহীদের স্মরণে রিয়াদুল জান্নাহ্ মাদরাসায় আলোচনা সভা ও দোয়া

প্রকাশিত: বুধবার, আগস্ট ৬, ২০২৫

স্টাফ রিপোর্টারঃ জুলাই গণঅভ্যুত্থানের বর্ষপূর্তি ও শহীদের স্মরণে রিয়াদুল জান্নাহ্ মাদরাসায় আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠিত হয়।

মঙ্গলবার সন্ধ্যায় নগরীর সোনাডাঙ্গাস্হ ঐতিহ্যবাহী দ্বীনি শিক্ষা প্রতিষ্ঠান আন্তর্জাতিক মানের ক্যাডেট সিস্টেম এ পরিচালিত আরবি ও জেনারেল শিক্ষার সমন্বয়ে রিয়াদুল জান্নাহ্ হিফযৃ মাদরাসার প্রতিষ্ঠাতা পরিচালক বিশিষ্ট আলেমেদ্বীন মুফাসসিরে কুরআন মুহাদ্দিস আলহাজ্ব মাওলানা মুফতি মুহাম্মদ আনোয়ার হোসাইন এর সভাপতিত্বে শহীদদের স্মরণে দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাদরাসার প্রধান উপদেষ্টা মানবাধিকার সংগঠক নাগরিক নেতা এস এম দেলোয়ার হোসেন।
এসময়ে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন এবং আলোচনা করেন অএ মাদরাসার হিফযৃ বিভাগের প্রধান শিক্ষক জাতীয় পর্যায়ে পুরস্কারপ্রাপ্ত ক্বারী হাফেজ আয়াতুল্লাহ খাঁন সুলতান, হাফেজ মুহাম্মদ জাকির হোসেন, হাফেজ ক্বারী হাসানুজ্জামান সিদ্দিকী, হাফেজ মুহাম্মদ মারজান, হাফেজ মুহাম্মদ আবদুল্লাহ,সহ মাদরাসার শিক্ষার্থী বৃন্দ।
জুলাই গণঅভ্যুত্থান-২০২৪ এ জীবন উৎসর্গকারী শহিদদের জন্য বিশেষ দোয়ায় মহান আল্লাহ পাকের প্রশংসা করা হয়। এবং জুলাই বিপ্লবের সকল শহিদদের রুহের মাগফেরাত কামনা করে মিলাদ এবং বিশেষ মোনাজাত করা হয়। মোনাজাতে পঙ্গুত্ব বরণকারী ও জীবিত যুদ্ধাদের সুস্থতা, আরোগ্য ও দীর্ঘায়ু কামনা করা হয়।

অন্যদের সাথে শেয়ার করুন

আরো পড়ুন