মঙ্গলবার, ২৪ ডিসেম্বর ২০২৪
প্রকাশিত: মঙ্গলবার, আগস্ট ১৫, ২০২৩
স্টাফ রিপোর্টারঃ আন্তর্জাতিক মানের ক্যাডেট সিস্টেমে আরবি ও জেনারেল শিক্ষার সমন্বয়ে পরিচালিত রিয়াদুল জান্নাহ হিফয্ মাদরাসার উদ্যোগে মঙ্গলবার সকাল দশটায় মাদরাসার অডিটোরিয়ামে ১৫ ই আগষ্ট জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৮তম শাহাদাত বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে শোক দিবসের আলোচনা করেন মাদরাসার উপদেষ্টা ও মানবাধিকার সংগঠক নাগরিক নেতা এস এম দেলোয়ার হোসাইন। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানসহ সকল শহীদদের রুহের মাগফিরাত কামনা করে দোয়া ও মোনাজাত করেন মাদরাসার প্রতিষ্ঠাতা তত্ত্বাবধায়ক বিশেষ আলেমেদ্বীন মুহাদ্দিস আলহাজ্ব মাওলানা মুফতি মুহাম্মদ আনোয়ার হোসাইন।
এসময়ে আরও উপস্থিত ছিলেন মাদরাসার শিক্ষক হাফেজ মাওলানা মোঃ সাব্বির আহমেদ, হাফেজ মাওলানা মোঃ রেজাউল ইসলাম, হাফেজ মাওলানা মোঃ আবদুল্লাহ শিকদার, হাফেজ মাওলানা মোঃ জাকির হোসেন, হাফেজ মাওলানা মোঃ আব্দুস সোবাহান সহ মাদরাসার ছাত্রবৃন্দ।