বৃহস্পতিবার, ০৪ সেপ্টেম্বর ২০২৫
প্রকাশিত: রবিবার, আগস্ট ২৪, ২০২৫
নাগরিক সংবাদ ডেস্কঃ নৈতিক আচরণ নিয়ে প্রশ্ন ওঠার পর সংগঠন থেকে সাময়িক বিরতিতে ছিলেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) যুগ্ম আহ্বায়ক সারোয়ার তুষার। দুই মাস পর তিনি আবারও দলের কর্মকাণ্ডে যুক্ত হলেন।
শনিবার (২৩ আগস্ট) রাতে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এনসিপি জানায়, সারোয়ার তুষারের বিরুদ্ধে আনা অভিযোগ পর্যালোচনা করে তাকে পুনরায় সাংগঠনিক দায়িত্বে ফিরিয়ে আনা হয়েছে। এর আগে সামাজিকমাধ্যমে ছড়িয়ে পড়া একটি ফোনালাপ ঘিরে সারোয়ার তুষারের বিরুদ্ধে নৈতিক স্খলনের অভিযোগ ওঠে। এই অভিযোগের ভিত্তিতে তাকে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয় এবং তদন্ত শেষ না হওয়া পর্যন্ত দলীয় কাজ থেকে বিরত থাকার নির্দেশ দেওয়া হয়।
পরে সারোয়ার তুষার লিখিতভাবে দলের নীতি নির্ধারক ও শৃঙ্খলা কমিটির কাছে তার বক্তব্য জমা দেন। তার দেওয়া জবাব, প্রমাণ ও প্রাসঙ্গিক বিষয়গুলো মূল্যায়ন করে এনসিপি সিদ্ধান্তে আসে, এটি একান্ত ব্যক্তিগত যোগাযোগের বিষয় এবং বিষয়টি নারী সংবেদনশীলতা ও ন্যায়ের প্রশ্নে গুরুত্ব সহকারে দেখা হয়েছে।
এনসিপির যুগ্ম সদস্য সচিব (দফতর) সালেহউদ্দিন সিফাত বলেন, সারোয়ার তুষারের দেওয়া জবাব সন্তোষজনক বিবেচিত হয়েছে। তাই তার ওপর থেকে নিষেধাজ্ঞা তুলে নেওয়া হয়েছে এবং তিনি এখন থেকে দলের নিয়মিত কার্যক্রমে অংশ নিতে পারবেন।
ফলে দুই মাস পর আবার দলে ফেরার মাধ্যমে সারোয়ার তুষার দলের কেন্দ্রীয় সাংগঠনিক কাঠামোতে পুনরায় সক্রিয় হলেন।