সোমবার, ২৩ ডিসেম্বর ২০২৪

চলমান সংকট নিরসন করে অতি দ্রুত ক্লাস শুরু করার দাবি খুলনা কৃষি বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের

প্রকাশিত: সোমবার, অক্টোবর ৩০, ২০২৩

স্টাফ রিপোর্টারঃ খুলনা কৃষি বিশ্ববিদ্যালয়ের চলমান সংকট নিরসন করে বিশ্ববিদ্যালয়ে অতি দ্রুত ক্লাস শুরু করার দাবি জানিয়েছেন খুলনা কৃষি বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের নেতৃবৃন্দ। এই বিষয়ে সোমবার বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. মোঃ আবুল কাসেম চৌধুরীর সাথে একান্ত বৈঠকও করেছেন।

জানা গেছে, গত ০৮ অক্টোবর ২০২৩ তারিখ থেকে কর্মবিরতিতে আছেন খুলনা কৃষি বিশ্ববিদ্যালয়ের শিক্ষকগণ। গত ৯ অক্টোবর বিশ্ববিদ্যালয়ের ৭৩জন শিক্ষকের নিয়োগ সংক্রান্ত জটিলতার দ্রুত সমাধানের দাবীতে মানববন্ধন কর্মসূচি পালন করেন শিক্ষক সমিতি। অবিলম্বে ৭৩ জন শিক্ষকের নিয়োগ সংক্রান্ত জটিলতা নিরসন সহ বিশ্ববিদ্যালয়ের ৩৯ জন শিক্ষকের প্রমোশন নিশ্চিত করা ও তাদের অর্থনৈতিক ক্ষতিপূরণ নিশ্চিত করার জন্য শিক্ষকবৃন্দরা গত ০৭ অক্টোবর ২০২৩ তারিখে শিক্ষকদের মানববন্ধন থেকে অনির্দিষ্টকালের জন্য কর্মবিরতির ঘোষনা দেন। তারপর থেকে এখন পর্যন্ত স্থগিত আছে বিশ্ববিদ্যালয়ের সকল ক্লাস ও পরীক্ষা। এছাড়া ১৫ অক্টোবর ২০২৩ তারিখে শিক্ষক সমিতির সাধারণ সভায় ১৬ অক্টোবর ২০২৩ তারিখ থেকে অনির্দিষ্টকালের জন্য ক্যাম্পাসের ডিন ও বিভাগীয় অফিসের কাজ বন্ধ রাখার ঘোষণা দেন। গত ৩ আগষ্ট ২০২২ তারিখে বিশ্ববিদ্যালয়ের ৭৩ জন শিক্ষকের নিয়োগ বাতিলের ব্যবস্থা গ্রহণের নির্দেশনা দেয় শিক্ষা মন্ত্রণালয় যা পরে একটি বিশেষ কমিটির মাধ্যমে পূণর্মূল্যায়ন করা হয়।
এদিকে এই সমস্যার প্রেক্ষিতে দীর্ঘ ১১ মাস স্থগিত আছে বিশ্ববিদ্যালয়ের ৩৯ জন প্রভাষকের পর্যায়োন্নয়ন।

খুলনা কৃষি বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সভাপতি এম, এম, তানসেনুল ইসলাম বলেন, ইনশাআল্লাহ এই সপ্তাহের মধ্যে সব সমস্যার সমাধান হয়ে স্বাভাবিক শিক্ষা কার্যক্রম শুরু হবে বলে মাননীয় ভিসি স্যার খুলনা কৃষি বিশ্ববিদ্যালয় ছাত্রলীগকে আশ্বস্থ করেছেন।

একান্ত বৈঠকের সময় উপস্থিত ছিলেন খুলনা কৃষি বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সভাপতি এম, এম, তানসেনুল ইসলাম, সহ-সভাপতি পিয়াল রায়, সহ-সভাপতি মোঃ রুহুল কুদ্দুস রেজা, সহ-সভাপতি মোছাঃ তাসনীম পারভীন জিসা, যুগ্ম সাধারণ সম্পাদক দেবাশীষ সরকার প্রমূখ।

অন্যদের সাথে শেয়ার করুন

আরো পড়ুন