মঙ্গলবার, ২৪ ডিসেম্বর ২০২৪
প্রকাশিত: বুধবার, মার্চ ২৯, ২০২৩
স্টাফ রিপোর্টারঃ আন্তর্জাতিক মানের ক্যাডেট সিস্টেমে এ পরিচালিত আরবি ও জেনারেল শিক্ষার সমন্বয়ে রিয়াদুল জান্নাহ হিফয মাদরাসার অভিভাবক সমাবেশ ২৯ মার্চ বুধবার সকাল দশটায় মাদরাসার অডিটোরিয়ামে অনুষ্ঠিত হয়। মাদরাসার প্রতিষ্ঠাতা তত্ত্বাবধায়ক বিশিষ্ট আলেমেদ্বীন মুহাদ্দিস আলহাজ্ব মাওলানা মুফতি মোহাম্মদ আনোয়ার হোসাইনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান আলোচক ছিলেন মাদরাসার উপদেষ্টা ও মানবাধিকার সংগঠক এস এম দেলোয়ার হোসাইন। অভিভাবক সমাবেশ দোয়া ও মোনাজাত পরিচালনা করেন মাদরাসার উপদেষ্টা মাওলানা মুফতি ক্বারী মাহদী হাসান কাউসারী। এসময় আরোও উপস্থিত ছিলেন মাদরাসার শিক্ষক হাফেজ মাওলানা মোঃ সাব্বির আহমেদ, হাফেজ মাওলানা মোঃ রেজাউল ইসলাম, হাফেজ মাওলানা মোঃ জাকির হোসেন, হাফেজ মাওলানা মোঃ আবদুল্লাহ, হাফেজ মাওলানা মোঃ আব্দুস সোবাহান, হাফেজ মাওলানা মোঃ অলিউল্লাহ সহ অভিভাবক অভিভাবিকা এবং মাদরাসার ছাত্রছাত্রীবৃন্দ।