বৃহস্পতিবার, ২৬ ডিসেম্বর ২০২৪

খুলনা বেতারে জাতীয় শোক দিবসে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

প্রকাশিত: মঙ্গলবার, আগস্ট ১৫, ২০২৩

স্টাফ রিপোর্টারঃ বাংলাদেশ বেতার খুলনা কেন্দ্র প্রাঙ্গণে মঙ্গলবার দুপুরে হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি ও স্বাধীনতার মহান স্থপতি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৮তম শাহাদত বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষ্যে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন খুলনার বিভাগীয় কমিশনার মোঃ হেলাল মাহমুদ শরীফ।

প্রধান অতিথির বক্তব্যে বিভাগীয় কমিশনার বলেন, বঙ্গবন্ধু ছিলেন বাঙালি জাতির স্বপ্নদ্রষ্টা ও মহান স্বাধীনতার রূপকার। মানুষের মৌলিক অধিকার ও স্বাধিকারের প্রশ্নে বঙ্গবন্ধু ছিলেন আপসহীন। বাংলার মানুষের মুক্তিই ছিল জাতির পিতার জীবনের মূল লক্ষ্য। মুক্তিযুদ্ধ, স্বাধীনতা ও বঙ্গবন্ধু এক ও অভিন্ন। তিনি বলেন, বাংলাদেশ বেতার স্বাধীনতার পর থেকে বলিষ্ঠ অবদান রেখে চলছে, ভবিষ্যতে তা অব্যাহত রাখবে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে স্মার্ট বাংলাদেশ গড়তে আমরা কাজ করে যাবো।
বাংলাদেশ বেতার খুলনা কেন্দ্রের আঞ্চলিক পরিচালক নিতাই কুমার ভট্টাচার্যের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন খুলনা মেট্রোপলিটন পুলিশ কমিশনার মোঃ মোজাম্মেল হক, আঞ্চলিক প্রকৌশলী তাজুন নাহার আক্তার ও আঞ্চলিক বার্তা নিয়ন্ত্রক মোঃ নূরুল ইসলাম । এসময় বেতারের কর্মকর্তা-কর্মচারী, শিল্পী-কলাকুশলীরা উপস্থিত ছিলেন।
সকালে বাংলাদেশ বেতার খুলনা কেন্দ্রে অবস্থিত জাতির পিতা বঙ্গবন্ধুর শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে বেতারের কর্মকর্তা-কর্মচারী ও শিল্পী-কলাকুশলীরা পুষ্পমাল্য অর্পণ করে শ্রদ্ধা নিবেদন করেন। পরে বেতার প্রাঙ্গণ থেকে এক শোক র‌্যালি শুরু হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে একই স্থানে এসে শেষ হয়। শোক র‌্যালিতে বেতারের কর্মকর্তা-কর্মচারী, শিল্পী-কলাকুশলী ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন।

অন্যদের সাথে শেয়ার করুন

আরো পড়ুন