রবিবার, ০৭ সেপ্টেম্বর ২০২৫

খুলনা প্রেসক্লাবের প্রধান পৃষ্ঠপোষক ও খুলনার নবাগত জেলা প্রশাসক মোঃ তৌফিকুর রহমান এর সাথে সাংবাদিকদের মতবিনিময় সভা

প্রকাশিত: শনিবার, সেপ্টেম্বর ৬, ২০২৫

স্টাফ রিপোর্টারঃ খুলনা প্রেসক্লাবের প্রধান পৃষ্ঠপোষক ও খুলনার নবাগত জেলা প্রশাসক মোঃ তৌফিকুর রহমান এর সাথে সাংবাদিকদের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

খুলনা প্রেসক্লাবের হুমায়ুন কবীর বালু মিলনায়তনে শুক্রবার সন্ধ্যায় এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন খুলনা প্রেস ক্লাবের আহবায়ক এনামুল হক। সভা সঞ্চালনা করেন ক্লাবের সদস্য সচিব রফিউল ইসলাম টুটুল।

মতবিনিময় সভায় বক্তৃতা করেন খুলনা প্রেসক্লাবের সাবেক সভাপতি এস এম হাবিব, ক্লাবের কার্যনির্বাহী পরিষদের সদস্য ও সাবেক সাধারণ সম্পাদক শেখ দিদারুল আলম, ক্লাবের কার্যনির্বাহী পরিষদের সদস্য মোঃ মিজানুর রহমান মিলটন ও আশরাফুল ইসলাম নূর, ক্লাব সদস্য আবুল হাসান হিমালয়, মো. রাশিদুল ইসলাম, সামছুজ্জামান শাহীন , সোহরাব হোসেন, আব্দুর রাজ্জাক রানা,কে এম জিয়াউস সাদাত প্রমুখ।

সভায় উপস্থিত ছিলেন খুলনার সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট(স্থানীয় সরকার শাখা) মোঃ আসাদুজ্জামান আরিফ, খুলনা প্রেসক্লাবের কার্যনিবাহী সদস্য আহমদ মুসা রঞ্জু, ক্লাব সদস্য মো. এরশাদ আলী, মোঃ হেদায়েৎ হোসেন মোল্লা, শেখ আব্দুল হামিদ, এস এম ইয়াসীন আরাফাত (রুমী), মারুফ মিনা, মোঃ মেহেদী হাচান, ক্লাবের অস্থায়ী সদস্য শেখ ফেরদৌস রহমান, এস এম বাহাউদ্দিন, মোঃ সোহেল রানা, মানজারুল ইসলামসহ অন্যান্য সাংবাদিকবৃন্দ।

অন্যদের সাথে শেয়ার করুন

আরো পড়ুন