বুধবার, ০৩ সেপ্টেম্বর ২০২৫
প্রকাশিত: মঙ্গলবার, আগস্ট ২৬, ২০২৫
স্টাফ রিপোর্টারঃ ২৫ আগস্ট ২০২৫ সোমবার বেলা ১১.৩০ টায় বিপুল উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে নগরীর গল্লামারীস্থ এম এ বারী রোডে খুলনা খান বাহাদুর আহছানউল্লা বিশ্ববিদ্যালয়ের নতুন ক্যাম্পাসের উদ্বোধন ও নবাগত শিক্ষার্থীদের নবীনবরণ অনুষ্ঠিত হয়। এ উপলক্ষে বর্ণাঢ্য র্যালি , ফলক উন্মোচন, বিশ্ববিদ্যালয়ের পতাকা উত্তোলন ও পায়রা উড়িয়ে অনুষ্ঠানের উদ্বোধন করা হয়। পরে বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলর (ডেজিগনেট এ্যান্ড অনারারি) প্রফেসর ড. মোঃ আনিসুর রহমানের সভাপতিত্বে আলোচনা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ঢাকা আহ্ছানিয়া মিশনের প্রেসিডেন্ট ও কেকেবিএইউ বোর্ড অব ট্রাস্টিজের চেয়ারম্যান খুলনা বিশ্ববিদ্যালয়ের প্রথম ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. গোলাম রহমান। বিশেষ অতিথির বক্তব্য রাখেন ঢাকা আহ্ছানিয়া মিশনের ভাইস-প্রেসিডেন্ট ও কেকেবিএইউ বোর্ড অব ট্রাস্টিজের সদস্য প্রফেসর ড. আবু তৈয়ব আবু আহমেদ এবং ঢাকা আহ্ছানিয়া মিশনের কোষাধ্যক্ষ ও কেকেবিএইউ বোর্ড অব ট্রাস্টিজের সদস্য ডা. এম এ জলিল। অনুষ্ঠানের শুরুতেই নবীন শিক্ষার্থী ও সম্মানিত অতিথিবৃন্দদের ফুলেল শুভেচ্ছা জানানো হয়। অতিথিবৃন্দ তাদের বক্তব্যে আহছানিয়া মিশনের প্রতিষ্ঠাতা সুফী সাধক হযরত খান বাহাদুর আহছানউল্লা (র:) এর বর্নাঢ্য কর্মজীবনের আলোকপাত করেন। স্রষ্টার ইবাদত ও সৃষ্টের সেবা এই মহান ব্রত নিয়ে তিনি জীবনব্যাপী নিবেদিতভাবে কাজ করে গেছেন। ঢাকা আহ্ছানিয়া মিশন তারই দর্শন ও প্রত্যাশার আলোকে শিক্ষা, চিকিৎসা ও সমাজ সেবাসহ ব্যাপক কার্যক্রম পরিচালনা করছে। এরই আলোকে দক্ষিণবঙ্গে উচ্চশিক্ষা বিস্তারে এ খুলনা খান বাহাদুর আহ্ছানউল্লা বিশ্ববিদ্যালয়টি সুদীর্ঘ কর্মপরিকল্পনা বাস্তবায়নের মধ্য দিয়ে তাঁর অভীষ্ট লক্ষ্যে পোঁছে যাবে বলে আশাবাদ ব্যক্ত করেন। বক্তারা আরো বলেন তথ্য প্রযুক্তির যুগে আমাদের তরুণ প্রজন্ম নিজেদেরকে মানবিক মানুষ হিসেবে গড়ে তুলবে এবং যথাযথ শিক্ষা গ্রহণের মাধ্যমে দক্ষতা অর্জন কওে পিতা-মাতার স্বপ্ন পূরণের পাশাপাশি আগামীর নতুন বাংলাদেশ গড়ে তুলবে। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন বিশ^বিদ্যালয়ের রেজিস্ট্রার এস এম আতিয়ার রহমান। এছাড়াও বক্তব্য রাখেন ইঞ্জিনিয়ারিং অনুষদের ভারপ্রাপ্ত ডিন ড. মোঃ মুঈন উদ্দিন ও ব্যবসায় শিক্ষা অনুষদের ভারপ্রাপ্ত ডিন রথীন্দ্র নাথ মহালদার। অনুষ্ঠানটির সঞ্চালনায় ছিলেন ইলেকট্রিক্যাল এ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং বিভাগের প্রভাষক মেহেদী হাসান এবং ইংরেজি বিভাগের প্রভাষক সাদিয়া সুলতানা।