শুক্রবার, ০৪ এপ্রিল ২০২৫
প্রকাশিত: শুক্রবার, মার্চ ৭, ২০২৫
স্টাফ রিপোর্টারঃ খুলনার সাবেক ক্রিকেটারদের সংগঠন এক্স ক্রিকেট এসোসিয়েশন এর পূর্ণাঙ্গ কমিটি গঠন। সংগঠনটি ইতিপূর্বে মাস্টার কাপ ক্রিকেট টুর্নামেন্ট সহ বিভিন্ন জেলা এবং বিভাগে সাবেক ক্রিকেটারদের নিয়ে ক্রিকেট খেলার আয়োজন করে আসছে। দেশের পট পরিবর্তনের পর সাবেক ক্রিকেটারদের এই সংগঠনে আসে আমূল পরিবর্তন। গত ৪ নভেম্বর খুলনা জেলা স্টেডিয়ামের কনফারেন্স রুমে সংগঠনের সাধারণ সভায় উপস্থিত সকল সাবেক ক্রিকেটারদের সর্বসম্মতিক্রমে এক্স ক্রিকেট এসোসিয়েশনের আগামী তিন বছরের জন্য এক্স ক্রিকেট এসোসিয়েশনের সভাপতি মোঃ জুলফিকার আলী খান জুয়েল ও মোঃ নাসির হোসেন কে সাধারণ সম্পাদক করে পূর্ণাঙ্গ কমিটি গঠন করার লক্ষ্যে ৭ সদস্যের কমিটি গঠন করা হয়। উক্ত কমিটি দীর্ঘ চার মাস পর আলী আজগর লবি (সাবেক এম.পি), আজিজুল বারী হেলাল, রকিবুল ইসলাম বকুলকে উপদেষ্টা করে এবং জুলফিকার আলী খান জুয়েলকে সভাপতি, মোহাম্মদ নাসির হোসেনকে সাধারণ সম্পাদক, জিয়াউল আলম জিয়াকে কোষাধ্যক্ষ করে ৭৩ সদস্য বিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি গঠন করে।