সোমবার, ২৩ ডিসেম্বর ২০২৪
প্রকাশিত: রবিবার, নভেম্বর ১৭, ২০২৪
স্টাফ রিপোর্টারঃ খুলনা মহানগরীর রুপসা শিল্পাঞ্চলের দাদা ম্যাচ ফ্যাক্টরীর ৩.৫৯ একর জমিতে নির্মাণাধীন স্টিল স্ট্রাকচারের ৭ তলা বিশিষ্ট মাল্টিটেনেন্ট ভবন, সিনেপ্লেক্সে ভবন সহ প্রকল্পের কাজ দ্রুত সম্পন্নের দাবি খুলনা নাগরিক সমাজের। সংগঠনটির পক্ষে সংগঠনের আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব অ্যাডভোকেট আ ফ ম মহসীন এবং সদস্য সচিব অ্যাডভোকেট মোহাম্মদ বাবুল হাওলাদার এক যুক্ত বিবৃতিতে বলেন এ প্রকল্পটি একনেকে অনুমোদনকালে প্রকল্প কাজের মেয়াদ ধরা হয়েছিল ২০১৭ সালের ১ জুলাই থেকে ২০২৪ সালের ৩০ জুন পর্যন্ত। কিন্তু দুঃখ জনক ভাবে এ প্রকল্পের কাজ শুরু হয় ২০২২ সালের নভেম্বরে মাসে। অত্যন্ত ধীর গতিতে নির্মাণ কাজ চলায় প্রায় দুই বছরে প্রকল্পের কাজ শেষ হয় মাএ ৩৬ শতাংশ।আরোও উদ্বেগজনক এই যে,৫ আগস্ট দেশের ক্ষমতার পট পরিবর্তনের পর নির্মাণ কাজে নিয়োজিত ভারতীয় ঠিকাদারি প্রতিষ্ঠান লার্সেন এন্ড টুবরো কাজ পেলে রেখে পালিয়ে যায়। এমতাবস্থায় প্রকল্পটির নির্মাণ কাজ সম্পন্ন হওয়ায় বিষয়টি যথেষ্ট ঝুঁকির মধ্যে পড়েছে।১৭০ কোটি টাকা ব্যয়ের এ প্রকল্পের নির্মাণ কাজের ৩৬ শতাংশে রাষ্ট্র তথা জনগণের বিপুল পরিমাণ অর্থ ব্যয় হওয়ার পরে এ অনিশ্চিয়তা গভীর উদ্বেগের। আরো বলা হয় আধুনিক তথ্য প্রযুক্তি তথা ডিজিটালাইজেশনের এ যুগে এ প্রকল্পটি একদিকে যেমন খুলনার মানুষের মধ্যে জ্ঞান – বিজ্ঞানের চর্চা, প্রযুক্তিগত জ্ঞান আহরণ এবং প্রয়োগের মাধ্যমে কর্মসংস্থান সৃষ্টিতে ব্যাপক ভূমিকা পালন করতে পারবে, তেমনি বিশ্ব প্রতিযোগিতায় বাংলাদেশের দক্ষতা বৃদ্ধিতে রাষ্ট্রীয়ভাবে এ প্রকল্পটি ভূমিকা রাখতে পারবে। যদিও ইতোপূর্বে বাংলাদেশ হাইটেক পার্ক কর্তৃপক্ষ ২০২৭ সাল পর্যন্ত প্রকল্পের বাস্তবায়ন কাল বৃদ্ধির জন্য মন্ত্রণালয়ে প্রস্তাবনা পাঠিয়েছেন। নেতৃদ্বয় আরও বলেন প্রকল্পের কাজ এ অবস্থায় দীর্ঘদিন পতিত থাকলে অবচয় এবং অপচয়ের কারণে পুরো প্রকল্পটি তার স্থায়িত্ব হারাবে। অন্যদিকে প্রকল্পের কাজ শেষ না হলে ইতোপূর্বে ব্যয় হওয়া বিপুল পরিমাণ অর্থ অপচয় হবে এবং খুবই গুরুত্বপূর্ণ এ জমিও অব্যবহৃত থেকে যাবে। সকল জটিলতা নিরসন করে প্রকল্প কাজ সম্পন্নের জোর দাবি জানানো হয়।