শনিবার, ১৭ জানুয়ারী ২০২৬
প্রকাশিত: শনিবার, জানুয়ারী ১৭, ২০২৬
স্টাফ রিপোর্টারঃ সুবিধাবঞ্চিত শিশু ও দরিদ্র মানুষের কল্যাণে নিবেদিত সামাজিক সংগঠন কাম ফর আনপ্রিভিলিজড চাইল্ড সি ইউ সির ষষ্ঠ প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন ও সুবিধাবঞ্চিত শিশুদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ গত ১৭ জানুয়ারি ২০২৬ শনিবার সকাল ১১ টায় সিইউসি স্কুল ৬১ সাউথ সেন্ট্রাল রোড, নার্গিস মেমোরিয়াল হসপিটাল খুলনায় অনুষ্ঠিত হয়েছে।
সংগঠনের সভাপতি জনাব মোঃ শাহিন হোসেনের সভাপতিত্বে এবং আরিফা ইসলাম খুকুমণির সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খুলনা মেট্রোপলিটন পুলিশ কেএমপি’র ডেপুটি পুলিশ কমিশনার, সদর দপ্তর, অতিরিক্ত ডিআইজি পদে পদোন্নতিপ্রাপ্ত এম এম শাকিলুজ্জামান,
সি ইউ সির প্রধান উপদেষ্টা ডাক্তার কাজী আরিফ উদ্দিন আহমেদ, উপদেষ্টা মন্ডলীদের মধ্যে উপস্থিত ছিলেন, শ্রম আদালত খুলনার প্যানেল জাজ, রোটারিয়ান পিপি মোঃ ইফতেখার আলী, খুলনা উন্নয়ন কর্তৃপক্ষ কে ডি এ এর প্রধান প্রকৌশলী ইঞ্জিনিয়ার কাজী সাবিরুল আলম, জাতীয় রোভার নেতা ও শিক্ষাবিদ শিকদার রুহুল আমিন, সেই স্বাদের স্বত্বাধিকারী মানবিক ব্যক্তিত্ব সালমান শিকদার
সংগঠনের সহ-সভাপতি শহীদুল্লাহ শহীদ, সাধারণ সম্পাদক কবি মো: ইমদাদ আলী,কোষাধাক্ষ মিম আক্তার মনিকা, দপ্তর সম্পাদক কারীমা আক্তার, প্রচার সম্পাদক চিত্রশিল্পী মিলন বিশ্বাস, কার্যকরী সদস্য ধনঞ্জয় রায়,সি ইউ সি স্কুলের প্রধান শিক্ষক মোঃ মুজাহিদ হোসেন মিরাজ, সহকারী শিক্ষক মুফতি মোহাম্মদ সাজিদুর রহমান, ঝর্না আক্তার, আকলিমা বেগম, হাওয়া রিয়া, হালিমা বেগম,মোঃ মনির হোসেন, সুখী আক্তার, রেজওয়ান, শাহিন হাওলাদার, পবন রায়, সিইউসি স্কুলের শিক্ষার্থী এবং অভিভাবকবৃন্দ। অনুষ্ঠানের শুরুতে অতিথিবৃন্দকে সিইউসি স্কুলের পক্ষ থেকে গার্ড অফ অনার প্রদান করা হয়। অতিথিবৃন্দ বেলুন উড়িয়ে অনুষ্ঠানের শুভ সূচনা করেন। মুফতি সাজিদুর রহমানের কোরআন তেলাওয়াতের মাধ্যমে শুরু হওয়া অনুষ্ঠানে ৬ষ্ঠ প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষ্যে সুবিধাবঞ্চিত শিশু ও দরিদ্রদের মাঝে কেএমপি’র পক্ষ থেকে শীতবস্ত্র বিতরণ ও সিইউসির পক্ষ থেকে সুবিধাবঞ্চিত, ছিন্নমূল ও দরিদ্র শিশুদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে খুলনা মেট্রোপলিটন পুলিশ কমিশনার এর পক্ষে অংশ নেন ডেপুটি পুলিশ কমিশনার (সদর দপ্তর) অতিরিক্ত ডিআইজি পদে পদোন্নতি প্রাপ্ত জনাব এম, এম শাকিলুজ্জামান।
প্রধান অতিথির বক্তব্যে ডেপুটি পুলিশ কমিশনার বলেন, সুবিধাবঞ্চিত ও ছিন্নমূল শিশুদের পাশে দাঁড়ানো শুধু সামাজিক কর্তব্যই নয়, এটি মানবতার সেবা। একটি শিশুর হাতে শিক্ষা উপকরণ তুলে দেওয়া মানে তার হাতে ভবিষ্যতের আলো তুলে দেওয়া। সমাজের পরিবর্তন শুরু হয় শিক্ষা দিয়ে, আর এই শিশুরাই আগামী দিনের বাংলাদেশকে এগিয়ে নিয়ে যাবে। তিনি আরও বলেন, আমরা প্রত্যেকেই যদি একটি করে শিশুর ভবিষ্যৎ গড়ার দায়িত্ব নেই, তাহলে সমাজে কোনো শিশু পিছিয়ে থাকবে না। তিনি সংগঠনের কার্যক্রমের সাফল্য কামনা করেন এবং সি ইউ সি স্কুলের সকল শিশুদের উজ্জ্বল ভবিষ্যৎ গঠনের পথে খুলনা মেট্রোপলিটন পুলিশ তাদের পাশে থাকার প্রত্যয় ব্যক্ত করেন। এসময় সি ইউ সি স্কুলের শিক্ষক, শিক্ষার্থীবৃন্দ-সহ সুধীবৃন্দ উপস্থিত ছিলেন।
অনুষ্ঠান শেষে দেশ ও জাতির কল্যাণে দোয়া মাহফিল পরিচালনা করেন সিইউসি স্কুলের সহকারী শিক্ষক মুফতি মোহাম্মদ সাজিদুর রহমান।
প্রধান অতিথি এবং আমন্ত্রিত অতিথিবৃন্দ সুবিধাবঞ্চিত শিশুদের নিয়ে মধ্যহ্ন ভোজে অংশগ্রহণ করেন।