শুক্রবার, ০৪ এপ্রিল ২০২৫

খুলনায় রকিবুল ইসলাম বকুলের ইফতার সামগ্রী বিতরণ

প্রকাশিত: শুক্রবার, মার্চ ২১, ২০২৫

স্টাফ রিপোর্টারঃ পবিত্র মাহে রমজান উপলক্ষ্যে গরিব ও অসহায় মানুষের মধ্যে ইফতার সামগ্রী বিতরণ করেছেন বিএনপির কেন্দ্রীয় ছাত্র বিষয়ক সম্পাদক ও খুলনা-৩ আসনের সাবেক সংসদ সদস্য প্রার্থী রকিবুল ইসলাম বকুল।

শুক্রবার (২১ মার্চ) বিকেলে নগরীর দৌলতপুর বেবী স্ট্যান্ডে ছিন্নমূল সুবিধাবঞ্চিত শিশু, দিনমজুর, রিকশাচালক, ইজিবাইক চালকসহ বিভিন্ন শ্রেণি পেশার মানুষের মাঝে ইফতার সামগ্রী বিতরণ করা হয়। এ ধরনের উদ্যোগে খুশি সাধারণ মানুষ।

শনিবার থেকে নগরীর দৌলতপুর বেবী স্ট্যান্ড, নতুন রাস্তা মোড়, ফুলবাড়িগেট ও খানজাহান আলী থানাসহ নগরীর বিভিন্ন স্থানে সহস্রাধিক ছিন্নমূল মানুষের জন্য রকিবুল ইসলাম বকুলের পক্ষ থেকে ১০ দিনব্যাপী ইফতারের আয়োজন করা হয়েছে।

ইফতার বিতরণ কার্যক্রমে বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

ইফতার সামগ্রী পাওয়া রিকশা চালক সুমন হোসেন ও ইজিবাইক চালক রাতুল সরদার জানান, আমরা গরীব মানুষ। চলতি পথে ইফতার পেয়ে অনেক ভালো লাগছে। সবাই যদি রমজান মাসে এভাবে গরীবদের সহায়তায় এগিয়ে আসতো তাহলে আমাদের কষ্ট কমে যেতো।

অন্যদের সাথে শেয়ার করুন

আরো পড়ুন