সোমবার, ২৩ ডিসেম্বর ২০২৪
প্রকাশিত: রবিবার, ডিসেম্বর ২২, ২০২৪
স্টাফ রিপোর্টারঃ খুলনা মহনগরীর ছোট মির্জাপুর এলাকায় ‘দেশ প্রিন্টিং এ্যান্ড পাবলিকেশনস’ অফিসে দুর্ধর্ষ চুরি সংগঠিত হয়েছে। এসময়ে চোরেরা দুটি কম্পিউটার, প্রিন্টার, স্ক্যানার, মুদ্রণ মেশিনসহ আনুমানিক ৫ লাখ ১৫ হাজার টাকার মালামাল লুট করে নিয়ে যায়। এ ঘটনায় খুলনা থানায় অভিযোগ করা হলেও পুলিশ লুন্ঠিত মালামাল উদ্ধার করতে পারেনি।
প্রতিষ্ঠান ম্যানেজার এস এম শামীমুর আলম মান্দার জানান, গত শুক্রবার (২০ ডিসেম্বর) দিনের বেলায় ‘দেশ প্রিন্টিং এ্যান্ড পাবলিকেশনস’ অফিস বন্ধ ছিল। রাত ১১টার দিকে ‘দৈনিক দেশ সংযোগ’ পত্রিকা ছাপানোর জন্য মেশিনম্যান সিরাজুল ইসলাম অফিসে গিয়ে দেখতে পান শার্টারের তালা ভাঙ্গা এবং সার্টার ওঠানো। তখন সে অফিসের উর্দ্ধতন কর্মকর্তাদের মোবাইল ফোনে ঘটনা জানান। তখন আমরা অফিসে ঢুকে দেখতে পাই গুরুত্বপূর্ন মালামাল চুরি হযেছে। চুরি হওয়া মালামালের মধ্যে রয়েছে ২ লাখ ৪০ হাজার টাকার দুটি কম্পিউটার, ১৬ হাজার টাকা দামের একটি প্রিন্টার মেশিন, ৯ হাজার টাকা দামের একটি স্ক্যানার মেশিন, ১ লাখ ৫০ হাজার টাকার একটি মুদ্রণ মেশিন, ১ লাখ টাকার মুদ্রণ প্লেট সহ ৫ লাখ ১৫ হাজার টাকার মালামাল।
খুলনা থানার অফিসার ইনচার্জ মুনীর-উল-গিয়াস বলেন, লিখিত অভিযোগ পেয়েছি। তদন্ত করে মালামাল উদ্ধারের চেষ্টা চলছে।